আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে ইউএনও লাঞ্ছিত

সাভারে নির্বাচনের ফলাফল ঘোষণা কর‍াকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্যাকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।

আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা নির্বাচন কন্ট্রোল রুমে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত হয়ে যায়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সন্ধ্যা ৭টার দিকে পুনরায় ফলাফল ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নির্বাচনের ফলাফল উপজেলা কন্ট্রোল রুমে আসতে থাকে।

এতে ফলাফল ঘোষণা শুরু করেন সহকারী রিটার্নিং অফিসার নাজিম উদ্দিন।

এসময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফিরোজ কবীরের ভাই মিষ্টুর নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থকরা তাকে ফলফল ঘোষণা দিতে বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে ফলাফল ঘোষণা করতে থাকেন সহকারী রিটার্নিং অফিসার নাজিম উদ্দিন। এতে মিষ্টুসহ আওয়ামী লীগ সমর্থকরা ইউএনও কামরুল হাসান মোল্যার ওপর চড়াও হন।

এসময় বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটলে ফলাফল ঘোষণা বন্ধ হয়ে যায়।

মিষ্টু ইউএনওকে জামায়াত-শিবিরের এজেন্ট আখ্যা দিয়ে বিভিন্ন গালিগালাজ করেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা ৭টার দিকে পুনরায় ফলাফল ঘোষণা শুরু হয়। বর্তমানে ভোটের ফলাফল ঘোষণা চলছে।




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।