আমাদের কথা খুঁজে নিন

   

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী

ঊনবিংশ শতকের অনন্য মহীয়সী নারী নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী [১৮৩৪-১৯০৩]। তার জন্ম শতবর্ষের পরও তার কীর্তি অমর হয়ে আছে। তার জীবনের প্রধান লক্ষ্য ছিল সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। সমাজসেবার এই মহান ব্রত নিয়ে আজীবন তিনি মানুষের সেবা করেছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন বহু সাধারণ ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা।

তার জমিদারি এলাকায় মানুষ যাতে সুপেয় পানি পান করতে পারে এ জন্য অনেকগুলো পরিখা খনন করিয়েছিলেন। জীবনের শেষ দিকে তার সমস্ত সম্পদ দান করেছিলেন মানবসেবায়। তার 'রূপজালাল' গ্রন্থ বাংলা সাহিত্যে অমর সাহিত্য কীর্তি হিসেবে বিবেচিত। এই মহীয়সী নারীর জীবন ও কর্ম নিয়ে 'নারীশিক্ষার অগ্রদূত নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী' শীর্ষক একটি গবেষণাগ্রন্থ রচনা করেছেন ড. এস. এম. ইলিয়াছ। যা প্রকাশ করেছে র্যামন পাবলিশার্স।

৬ শতাধিক পৃষ্ঠার বইটির মূল্য ৯৯৯ টাকা।

 

 

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।