আমাদের কথা খুঁজে নিন

   

নওয়াব বাড়ীর আঙ্গিনা থেকে আহসান মঞ্জিল

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
নওয়াব বাড়ীর আঙ্গিনা থেকে আহসান মঞ্জিল ঢাকার নওয়াবরা এখন আর নেই তবে নবাবদের স্মৃতি বিজড়িত জায়গা গুলো এখনো রয়ে গেছে । তেমনি একটি অন্যতম নবাব আমলের সাক্ষী আহসান মজ্ঞিল । তবে আহসান মন্জিলের পিছনে যে জায়গা জুড়ে এখন ইসলামপুর তার পুরোটাই ছিল নবাববাড়ীর পিছনের অংশ ।

এমনকি আজও আহসান মঞ্জিল তথা নবাববাড়ী গেটি রয়েছে যা কাপড়ের দোকান আর ইসলামপুরের দোকানদারদের কাপড়ের আড়ালে ঢেকে আছে । ইসলাম পুরের ভিতরের দিকে যে গোল পুকুর তাই ছিল নবাব বাড়ীর অন্দর মহলের পুকুর যেখানে এখন সারাদিন সারাদেশের হাজার ব্যবসায়ীদের আনাগোনায় ব্যস্ত । আহসান মঞ্জিলের পাশ ঘেসে একটি বহুতল মার্কেট এ তিনতলার ঘিঞ্জি ব্যালকনি থেকে পূর্ণিমার চাঁদ আর কৃত্রিম আলোয় আলোকিত আহসান মঞ্জিলের ছবিটি নেয়া হয়েছে । ছবিটি তোলা হয়েছে রাত আট র দিকে । নকিয়া এন ৭৩ ক্যামেরায় ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।