আমাদের কথা খুঁজে নিন

   

একটি কোয়ালিটি ব্যাক লিঙ্ক এক হাজার ব্যাক লিঙ্ক এর চেয়েও ভালো

Ads by Techtunes - tAds

শুরু কথা:

অনেকেই বলেন ভাই আমি অনেক ব্যাক লিঙ্ক করেছি এবং আমার সাইটের এলেক্সা রেঙ্কও খুব ভালো কিন্তু পেজ রেঙ্ক পাচ্ছিনা। তাহলে সমস্যাটা কোন জায়গাই? ভালো কথা, আপনাকে বলছি, সমস্যাটা কোয়ালিটিতে। কি বলেন ভাই, কন্টেন্ট লিখতে কোয়ালিটি লাগে আবার ব্যাক লিঙ্ক করতেও কোয়ালিটি? জেনে রাখেন, আগের দিন আর নেই, এখন কোয়ালিটি ছাড়া ভাত পাবেন না। তাহলে কোয়ালিটি ব্যাক লিঙ্কটা কি এবং কিভাবে কোয়ালিটি ব্যাক লিঙ্ক করব? চিন্তার কোন কারন নেই যেহেতু টিউনটির শিরোনাম দিয়েছি একটি কোয়ালিটি ব্যাক লিঙ্ক এক হাজার ব্যাক লিঙ্ক এর চেয়েও ভালো সুতরাং আপনাকে সব কিছুর সাথে একটি কোয়ালিটি ব্যাক লিঙ্ক করা দেখাব যেটি অন্যান্ন ব্যাক লিঙ্ক করার চেয়ে আলাদা।

কোয়ালিটি ব্যাক লিঙ্ক

কোয়ালিটি ব্যাক লিঙ্ক  কি?

বিভিন্ন ব্লগ, ফোরাম, জার্নাল এবং ডিরেক্টরি থেকে প্রাপ্ত ব্যাক লিঙ্ক ভালো।

আমরা সকলেই তা জানি এবং এসব জায়গাতেই ব্যাক লিঙ্ক করি। যাহোক, যদি ব্যাক লিঙ্কটি আপনার নিস বা কিওয়াড সম্পর্কিত হয় তাহলেই তাকে কোয়ালিটি ব্যাক লিঙ্ক বলে। অনেকেই বলতে পারেন এ আবার নতুন কি? এটিতো আমি জানি! চিন্তা বন্ধ করেন। কোয়ালিটি ব্যাক লিঙ্ক এরও আবার কোয়ালিটি আছে যেটিকে হাই কোয়ালিটি ব্যাক লিঙ্ক বলে। কি বলেন ভাই কোয়ালিটি ব্যাক লিঙ্ক এরও আবার কোয়ালিটি? হাঁ, তাহলে এতখন কি বলছি, একটি কোয়ালিটি ব্যাক লিঙ্ক এক হাজার ব্যাক লিঙ্ক এর চেয়েও ভালো।

হাই কোয়ালিটি ব্যাক লিঙ্ক  কি?

যদি ব্যাক লিঙ্কটি আপনার নিস বা কিওয়াড সম্পর্কিত হয় এবং ইউআরএলটির পেজ রেঙ্ক ভালো মানের ও মজ রেঙ্ক ভালো মানের হয় তবেই তাকে হাই কোয়ালিটি ব্যাক লিঙ্ক বলে।

কিভাবে হাই কোয়ালিটি ব্যাক লিঙ্ক  খুঁজে বের করব?

প্রথমে আপনাকে SEOquake নামক একটি এডঅন ইন্সটল করতে হবে আপনার ওয়েব ব্রাউজারে। এখন গুগলে গিয়ে আপনার নিস বা কিওয়াড দিয়ে সার্স করুন সাথে সাথে অনেক গুলো রিলেটেড রেজাল্ট দেখতে পাবেন। তার সাথে দেখবেন আপনার ওয়েব ব্রাউজার আগের চেয়ে আলাদা ভাবে রেজাল্ট প্রদর্শন করছে কারন আপনি SEOquake নামক এডঅনটি ইন্সটল করেছেন এবং এটি দেখতে ঠিক নিচের ছবিটির মত হবে।

কোয়ালিটি ব্যাক লিঙ্ক

উপরের ছবিটি লক্ষ করলে দুইটি চিহ্নত অংশ দেখতে পারবেন।

PR: 4(5) এর অর্থ হল সাইটটির ডোমেইন পেজ রেঙ্ক ৫ এবং আর্টিকেল পেজ রেঙ্ক ৪ আর MozRank 5.38 এর অর্থ হল সাইটটির ডোমেইন এর ব্যাক লিঙ্ক ভেলু। MozRank ৪ – উপরে হলে এর ব্যাক লিঙ্ক ভেলু অনেক। এভাবে হাই কোয়ালিটি সাইট খুঁজে বেরকরে ব্যাক লিঙ্ক করুন আশাকরি কাজ হয়ে যাবে।

সতর্কতা:

কখনো একদিনে ১০ টির বেশি ব্যাক লিঙ্ক করবেন না তাছাড়া সার্স ইন্জিন সেগুলোকে স্পাম হিসেবে ধরে নিবে এবং আপনি কোন ফলাফল পাবেন না।

শেষ কথা:

আশাকরি এখন থেকে আপনি নিজেই আপনার সাইটের জন্য হাই কোয়ালিটি ব্যাক লিঙ্ক করতে পারবেন।

আর এংকর টেক্স হিসেবে আপনার নিস বা কিওয়াড গুলো ব্যবহার করেন। বার বার একই এংকর টেক্স ব্যবহার না করে প্রত্যেক বার আলাদা এংকর টেক্স ব্যবহার করুন। ধন্যবাদ।

Source: Quality Backlink Guide.

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.