আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে ওয়ার্ল্ড ব্যাংক কান্ট্রি ডিরেক্টর

ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জোহানেস জুড নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মপরিকল্পনা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৫ থেকে ২০ বছরের যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে সেটা বিশ্বের অনেক দেশেই নেই। স্বচ্ছ জবাবদিহিতা ও কর্মপরিকল্পনা যে কোনো নগরকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যায়। নারায়ণগঞ্জ নিয়ে আমি আশাবাদী।

অাজ শনিবার সকালে ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আসেন। পরে তিনি সিটি করপোরেশনের পরিচালনায় কয়েকটি প্রকল্প, উন্নয়ন কাজ, শীতলক্ষ্যা নদীর তীর পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের স্থানীয় সরকার বিষয়ক কর্মকর্তা জাহিদ খান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলররা। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.