আমাদের কথা খুঁজে নিন

   

মুরসির ছেলে আটক

মাদকদ্রব্য রাখার অভিযোগে মিশরের পুলিশ দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির ছোট ছেলে আব্দুল্লাহ মুরসিকে আটক করেছে। মিশরের রাজধানী কায়রোর উত্তরে অবস্থিত বেনহা শহর থেকে আব্দুল্লাহ মুরসি তার বন্ধুকে আটক করা হয়।
পুলিশ দাবি করেছে, ২০ বছর বয়সী আব্দুল্লাহ মুরসি গাজা বহন করছিল। পুলিশ বলছে, নীল ডেল্টার রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে থামিয়ে তার কাছ থেকে গাজা উদ্ধার করা হয়।
গত জুলাই মাসে মুহাম্মাদ মুরসিকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর এই প্রথম তার পরিবারের কোনো সদস্যকে আটক করা হলো।
মুরসির বড় ছেলে ওসামা অভিযোগ নাকচ করে বলেছেন, ‘এটা হচ্ছে সত্ মানুষের সুনাম মর্যাদা নষ্টের একটা ষড়যন্ত্র।
মুরসির বড় ছেলে আইনজীবী ওসামা আরো বলেন, এই সরকারের প্রায় অর্ধেক লোক মাদক ও নেশা জাতীয় দ্রব্য সেবন করেন। আর তারাই এখন প্রেসিডেন্ট মুরসির ছেলেকে মাদক গ্রহণের দায়ে অভিযুক্ত করছেন। তিনি তার ফেইসবুকে পেইজে এ বিষয়ে একটা স্ট্যাটাস দিয়ে আব্দুল্লাহ মুরসির আটকের নিন্দা করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.