আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে

কালার বাশিঁ হলো বাম বলে শুধু রাধা নাম কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, ফুলে বাইলা ভোমরা ময়ুর বেশেতে সাজুইন রাধিকা। সোয়া চন্দন ফুলের মালা, সখিগণে লইয়া আইলা কৃষ্ণ দিলায় রাধার গলে, বাসর হইল উজালা বাসর হইল উজালা গো, বাসর হইলো উজালা। ময়ুর বেশেতে সাজুইন রাধিকা। কৃষ্ণ দিলায় রাধার গলে, রাধায় দিলা কৃষ্ণর গলে আনন্দে সখীগণ নাচে দেখিয়া প্রেমের খেলা দেখিয়া প্রেমের খেলা গো দেখিয়া প্রেমের খেলা। ময়ুর বেশেতে সাজুইন রাধিকা।

কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, নাচে গায় খেলে তারা কুল ও মানের ভয় রাখে না, ললিত ও আর বিশখা ললিত ও আর বিশখা গো ললিত ও আর বিশখা। ময়ুর বেশেতে সাজুইন রাধিকা। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, ফুলে বাইলা ভোমরা ময়ুর বেশেতে সাজুইন রাধিকা। সোয়া চন্দন ফুলের মালা, সখিগণে লইয়া আইলা কৃষ্ণ দিলায় রাধার গলে, বাসর হইল উজালা বাসর হইল উজালা গো, বাসর হইলো উজালা। ময়ুর বেশেতে সাজুইন রাধিকা।

কৃষ্ণ দিলায় রাধার গলে, রাধায় দিলা কৃষ্ণর গলে আনন্দে সখীগণ নাচে দেখিয়া প্রেমের খেলা দেখিয়া প্রেমের খেলা গো দেখিয়া প্রেমের খেলা। ময়ুর বেশেতে সাজুইন রাধিকা। কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, নাচে গায় খেলে তারা কুল ও মানের ভয় রাখে না, ললিত ও আর বিশখা ললিত ও আর বিশখা গো ললিত ও আর বিশখা। ময়ুর বেশেতে সাজুইন রাধিকা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।