আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ বনাম পাকিস্তান খেলা, আপনি কার সমর্থন করবেন?

আমি এবং আমার কথা, কবিতা, গান, আমার অবসরের নাম।

বরাবরই পাকিস্তানের পতাকা আমার পছন্দ না, আর ইন্ডিয়ার ২০০৭ এর বাংলাদেশের প্রতি বাজে কথাবার্তা ও এরপরে আরো অনেকবার বাজে আচরন করার কারনে আমি এই দুই দলের কারোই সমর্থন করি না। তবে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হলে আমি ইন্ডিয়ার হারের জন্য আশা রাখি। পরশু বাংলাদেশ পাকিস্তানের খেলা। সব সময় আশা রাখি আমার দল যেন জিতে, তবুও হেরে যায়, আর তার মানে এই না আমি গালি দিবো, বরং আমি আরো আশা রাখি পরের ম্যাচে ভালো খেলবে ভেবে।

আমরা যদি সমর্থন না করি আমাদের দেশের দল কে, তবে তারা কাদের জন্য খেলবে? কাদের জন্য হাসবে? জয় আনবে কাদের জন্য? যতই খারাপ খেলুক, আমাদের উচিৎ সাহস দেয়া, উৎসাহ দেয়া, বুঝানো যে আমরা আশা রাখি তোমাদের প্রতি, ভরসা আছে, তোমরা দেখাও। আমরা জানি আমাদের দল পারে জয় করতে, গতবারের এশিয়া কাপের কথা আমরা সবাই মনে করি একবার। সুতরাং, আমাদের দল পারে জয় ছিনিয়ে আনতে, তবে খেলায় হার জিত থাকবে, আর কেওই ছোট দল না। পরবর্তী ম্যাচে আশা রাখবো আমরা সবাই একসাথে বাংলাদেশ দলের সাপোর্ট করবো, হারুক বা জিতুক, আমরা সাথে থাকবো, কারন এইটা আমাদের দেশের খেলা, আমাদের অস্তিত্তের খেলা, আমাদের জাতির খেলা। আমাদের পতাকা উড়বে সবার হাতে, গালে থাকবে আমাদের পতাকার ছবি, গলায় থাকবে আমাদের দেশের নাম।

আমি আশা করবো না, কেও পাকিস্তান পাকিস্তান করুক, হতে পারে আপনি পাকিস্তানের সমর্থক, কিন্তু সেটা যখন আপনার দেশের বিরুদ্ধে খেলায় হয়, তখন কিসের স্বার্থে আপনি পাকিস্তানের সমর্থন করবেন? আমি খেলার মাঝে রাজনীতি বা অন্য কিছু আনবো না, আমি শুধু বিবেকের কাছে প্রশ্ন করলাম, যখন আমাদের দলের বিরুদ্ধে কেও খেলছে, তখন কেনো আমরা প্রতিপক্ষের সমর্থন করবো?

বাংলাদেশ, বাংলাদেশ, এগিয়ে যাও, গর্জে উঠো। প্রমান করো আবার, হাসাও আমাদের, চোখে আনন্দের পানি এনে দাও, আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন। শুভ কামনা বাংলাদেশ ক্রিকেট দল তোমাদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.