আমাদের কথা খুঁজে নিন

   

সোনাইমুড়ীতে সহিংসতায় আহত গ্রামপুলিশের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনী সহিংসতায় আহত গ্রামপুলিশ জামাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত জামাল উদ্দিন ধন্যপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ জানান, ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের দিন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর মহিলা মাদ্রাসা ভোট কেন্দ্রে বেলা ১টার দিকে হামলা চালিয়ে ব্যালট বাঙ্ ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে সন্ত্রাসীরা জামাল উদ্দিনকে কুপিয়ে জখম করে। এ সময় ২ পুলিশ সদস্য আহত হয়। জামাল উদ্দিনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সে মারা যায়।

যশোরের ৩ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত : যশোরের তিন উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। রবিবার বিকালে দলের কেন্দ্রীয় নেতারা যশোর সদরে শাহীন চাকলাদার ও মনিরামপুরে আমজাদ হোসেন লাভলুকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। আর কেশবপুরে দল সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন এইচএম আমির হোসেন। শরণখোলায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণায় এলাকায় মিষ্টি বিতরণ : বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকনকে কেন্দ্রীয় আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি বরাবরে প্রেরিত এক ফ্যাঙ্ বার্তায় এ তথ্য জানা গেছে।

একক প্রার্থীর মনোনয়নের খুশিতে উৎসুক নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছে বলেও খবর পাওয়া গেছে।

ভোলায় আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ : ভোলা সদর উপজেলা নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনসহ গণসংযোগে বাধা, মামলা ও মারধরের অভিযোগ তুলে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা পরস্পরকে দায়ী করছে। আওয়ামী লীগের অভিযোগ পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন থেকে সরে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি। অপর দিকে বিএনপির দাবি প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না তারা।

গতকাল ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, অপরদিকে জেলা বিএনপি কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক মিয়া উলি্লখিত অভিযোগ করেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হয়রানির অভিযোগ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনে সাধারণ মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে চেয়ারম্যান প্রার্থী সোলাইমান বিশ্বাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অপর চেয়ারম্যান প্রার্থী গাজী গোলাম মোস্তফার সমর্থকেরা।

গতকাল দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বিভিন্ন অভিযোগ করেন পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মাদ

বাবুল শেখ। এদিকে, চেয়ারম্যান প্রার্থী সোলাইমান বিশ্বাস তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে

অস্বীকার করেন।

[নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর]

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.