আমাদের কথা খুঁজে নিন

   

সফলতায় যুক্তি, শ্রদ্ধা ও আত্দবিশ্বাস

তর্ক নাকি বাঙালির রক্তে। যে কোনো চায়ের দোকান থেকে লোকাল বাসে, টিএসসির চত্বর থেকে মতিঝিলের ব্যাংক পাড়া পর্যন্ত বাঙালি যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে তর্কে মগ্ন হয়ে যেতে পারে। তবে সাধারণত সেই তর্কের কোনো নিয়ম থাকে না। যুক্তির জোরে না হলে গলার জোরে লড়ে যাওয়া যায়, 'তুই কি জানিস' বলে। এখানে শান দেওয়া যুক্তির কথায় কাটে কথার প্যাঁচ, আর যুক্তির ভিতে থাকে তথ্য পরিসংখ্যান। স্কুল-কলেজে বা পাড়ায়, কখনো না কখনো বিতর্কে অংশ নিয়েছে অনেকেই। কমপক্ষে শ্রোতা হিসেবেও অনেকে উপস্থিত থাকে। কিন্তু বিতর্কের মঞ্চে না বসেও শুধু বিতর্কের নিয়মগুলোকে ঠিক ঠিক পালন করে গেলে নিজের লেখাপড়ার ক্ষেত্রে, ভাবনা-চিন্তার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যাওয়ার জন্য নিজে যা-ই মনে করেন না কেন যুক্তি ও বিতর্কের একেবারে গোড়ার কথা হলো, আপনি নিজে কি বিশ্বাস করেন, তাতে কিছু আসে যায় না। আপনাকে যে পক্ষের হয়ে বলতে হবে, সেই পক্ষের যুক্তিগুলো দ্বিধাহীন ভাবে, স্পষ্ট করে পেশ করাই আপনার কাজ। সফলতা পেতে যে কয়টি গুণ প্রয়োজন তার মধ্যে যুক্তি বা বিতর্ক অন্যতম। আর বিতর্কের কথা আসলে শ্রদ্ধা ও আত্দবিশ্বাস অবশ্যই আসবে। কারণ অন্যের প্রতি শ্রদ্ধা এবং নিজের আত্দবিশ্বাস না থাকলে কোনো কাজেই সফল হওয়া যায় না। অনেক অজানা তথ্য যুক্তি-তর্কের মাধ্যমে ফুটে উঠে। যা ভবিষ্যত কর্মজীবনের পথকে আলোকিত করে। * ক্যারিয়ার ডেস্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.