আমাদের কথা খুঁজে নিন

   

ফিরেই রিয়ালের পরিত্রাতা রোনালদো

স্প্যানিশ লিগের শীর্ষস্থান ধরে রাখা রিয়ালের ২৬ ম্যাচ থেকে সংগ্রহ ৬৪ পয়েন্ট। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। এক ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট ৬০।

ভিসেন্তে কালদেরনে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ডান দিক থেকে আসা আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়ার দারুণ এক ক্রসে আলতো স্পর্শ করে স্পেনের সফলতম দলকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।



২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো রিয়াল। কিন্তু মিডফিল্ডার লুকা মদ্রিচের ক্রস প্রতিপক্ষের ডি-বক্সের ভেতরে পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো।

এর তিন মিনিট পরই আতলেতিকোকে সমতায় ফেরান মিডফিল্ডার কোকে। প্রতিপক্ষের দুজনকে কাটিয়ে মিডফিল্ডার আর্দা তুরান বল দেন ডি বক্সের ভেতর ঢুকে পড়া কোকেকে। প্রায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা কোকের বল জালে পাঠাতে সমস্যা হয়নি।



কিছুক্ষণ পর স্বাগতিকদের এগিয়ে দেয়ার সুযোগ পেয়েছিলেন লা লিগার দ্বিতীয় সর্বো্চ্চ গোলদাতা (২১টি) দিয়েগো কস্তা। আতলেতিকোর ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্ট্রাইকার রিয়ালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়লেও দৌড়ে এসে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক দিয়েগো লোপেস।

তবে বিরতির ঠিক আগে দলকে রক্ষা করতে পারেননি লোপেস। প্রায় ৩০ গজ দূর থেকে নেয়া দুর্দান্ত শটে আতলেতিকোকে এগিয়ে দেন গাবি।

এই গোলে উজ্জীবিত স্বাগতিক দল দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে।

তাদের একের পর এক আক্রমণ থেকে কোনো রকমে রক্ষা পাওয়া রিয়াল ৬৪ মিনিটে সমতা ফেরানোর দারুণ একটা সুযোগ পেয়েছিল। কিন্তু বেনজেমা গোল করতে পারেননি।

এর আগে ৫৬ মিনিটে রোনালদোর ফ্রি-কিক প্রতিপক্ষের একজনের হাতে লাগলেও তা রেফারির চোখ এড়িয়ে যায়। ৭৩ মিনিটে রোনালদোর আরেকটি ফ্রি-কিক অবশ্য মানব-দেয়াল পার হতে পারেনি।

তবে ৮২ মিনিটে দলকে হতাশ করেননি রোনালদো।

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার গ্যারেথ বেলের পাস থেকে দারুণ এক গোল করে সমতা নিয়ে আসেন খেলায়। সর্বোচ্চ গোলদাতার আসনে সবার ওপরে থাকা রোনালদোর লা লিগায় এটি ২৩তম গোল।

বাকি সময়ে বলের দখল রেখে কয়েকটা সুযোগ তৈরি করলেও জয়সূচক গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.