আমাদের কথা খুঁজে নিন

   

মগবাজারী ও টানবাজারীদের ব্লগ যুদ্ধের মাঝেও দেশে ফিরেই ব্যস্ত কিঊট মিলা

লেখার কিছু পাই না, তাই আবোল তাবোল লিখি
১০ দিনের আমেরিকা সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন পপ গায়িকা মিলা। এবার তিনি নিউইয়র্ক, মিশিগান এবং লস অ্যাঞ্জেলেসে গান করেছেন। প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে নিউইয়র্ক ও মিশিগানে দুটি মেলায় পারফর্ম করেন। অনুষ্ঠান দুটি শেষ করে যোগ দেন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ফেবানা সম্মেলনে। এবারের সফর সম্পর্কে মিলা বলেন, ‘এর আগেও আমি আমেরিকায় গিয়েছি।

না গেলে বুঝতামই না সেখানকার বাাঙলিরা আমার গান কতটা পছন্দ করেন। তাঁরা বিশ্বকাপ নিয়ে গাওয়া আমার গানটিরও বেশ প্রশংসা করেন। ’ দেশে ফিরেই মিলা এখন ব্যস্ত নিজের কম্পোজিশনে করা অ্যালবামটি নিয়ে। অ্যালবামটিতে গান করবেন এলিটা, উপল, কণা ও মিলা নিজে। এ ছাড়া অ্যালবামটিতে কিছু নতুন মুখকেও সুযোগ দেওয়া হবে।

এ জন্য তিনি নতুন ভয়েজ খোঁজার কাজও শুরু করেছেন। এখনো পর্যন্ত অ্যালবামটির নাম ঠিক করা হয়নি। তবে এবার ঈদে মিলার কোনো একক অ্যালবাম প্রকাশিত হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, একটু সময় নিয়েই কাজ করতে চাই। তাড়াহুড়ায় অ্যালবাম করা কিংবা গানের কোয়ালিটি নিয়ে কোনো আপস করতে রাজি নন মিলা।

Click This Link রাজনীতিতে মনীষা! রাজনৈতিক পরিবারের মেয়ে হলেও কখনো রাজনীতির ময়দানে দেখা যায়নি মনীষাকে। এবার সেটি ঘুচতে যাচ্ছে। রাজনীতিতে আসছেন মনীষা। তবে রাজনীতির সত্যিকারের ময়দানে নয়, পরিচালক কৌশিক এবং প্রযোজনা-প্রতিষ্ঠান ইয়োগরাজ শাইনির জয় ভীম ছবিতে। এটি নির্মিত হবে দলিত সম্প্রদায়ের সংগ্রামী জীবন নিয়ে।

এখানে মনীষা কৈরালাকে দলিত সম্প্রদায়ের নেত্রী হিসেবে দেখা যাবে। তিনি এখানে তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন লড়াই-সংগ্রামে জড়িত হয়ে পড়বেন। ছবিটিতে অভিনয় নিয়ে মনীষার আগ্রহেরও কমতি নেই। এমনকি এ ধরনের ছবিতে কাজ করতে পেরে বেশ খুশি মনীষা। খিক্
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।