আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্নের মুখে রাহুলের রাজনৈতিক ক্যারিয়ার

মাস কয়েক আগেই ভারতের চার রাজ্যের বিধানসভা নির্বাচনে বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। ছত্রিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে বিজেপির কাছে একপ্রকার নাস্তানাবুদ হতে হয়েছে কংগ্রেসকে। দিলি্লতেও নবাগত আম আদমি পার্টির কাছে ধরাশায়ী হয়ে টানা ১৫ বছর পর ক্ষমতাহীন হয়েছে শাসকদল।  

চার রাজ্যের সেই নির্বাচনী ফলকে সঙ্গী করেই কয়েকদিন পরেই লোকসভা নির্বাচনে নামতে চলেছে তারা। সেনাপতি দলের সহসভাপতি রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কারও নাম ঘোষিত না হলেও প্রত্যেকেই জানেন রাহুলই সামনে থেকে কংগ্রেসকে নেতৃত্ব দেবেন। কিন্তু আদেৌ কতটা পারবেন রাহুল? সেপ্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

কারণ ২০০৪ সালে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে সাফল্যের থেকে ব্যর্থতাই বেশি রাহুলের ঝুলিতে। রাহুলের নেতৃত্বে ২০০৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়াই করে কংগ্রেস পেয়েছিল মাত্র ২২ টি আসন, আগের নির্বাচনের তুলনায় ৩ টি কম। ২০১০ সালে বিহার বিধানসভায় রাহুলের পরামর্শেই একা লড়াই করেছিল কংগ্রেস, ঝুলিতে এসেছিল মাত্র ৪ টি আসন, আগের নির্বাচনে থেকে ৫ টি কম।

 

একমাত্র ব্যতিক্রম ২০০৯ সালে লোকসভা নির্বাচন। উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে ২১ টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস, তাও আনুপাতিক হার খুবই কম। এমতাবস্থায় দলকে জেতানোর ক্যারিশ্মা যুবরাজের কোথায়? ইতিমধ্যেই নানা মহলে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একক ক্ষমতায় তিনি কি পারবেন দুর্নীতিতে ডুবে থাকা, জনসমর্থন হারানো কংগ্রেসকে টেনে তুলতে?

চার রাজ্যে নির্বাচনে হারার পর রাহুল বলেছিলেন কংগ্রেসকে গুছিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দেবেন। কিন্তু কবে? নির্বাচন শুরু হতে বড়জোড় এক মাস বাকী।

এরই মধ্যে কংগ্রেসের ঘাড়ে নি:শ্বাস ফেলছেন মোদী। ইতিমধ্যেই তিনি হুঙ্কারও দিয়েছেন সুনামি আসছে, এবারের নির্বাচনেই কংগ্রেসকে উপড়ে ফেলে দেবে তারা'। যে রাহুল একক কৃতিত্বে বিধানসভায় দলকে জেতাতে পারেন না তিনি কি করেন সামাল দেবেন মোদী সুনামি'? 

কয়েকদিন আগেই বিভিন্ন সংস্থার যেৌথ ভোট সমীক্ষায় প্রকাশ পেয়েছে মোদীর নেতৃত্বে বিজেপি-এ দেশে সরকার গড়তে চলেছে। যদিও এতে আমল দিতে নারাজ কংগ্রেস হাইকমান্ড। দলের সাধারন সম্পাদক জর্নাধন দ্বিবেদী বলেছেন ব্যক্তির লড়াই নয়, এটা দলের লড়াই'।

রাহুল হয়ত প্রধানমন্ত্রীত্বের জন্য আরও অপেক্ষা করতে পারেন। কিন্তু দেশের তামাম কংগ্রেস কর্মী-সমর্থকরা? তারা কি পারবেন অপেক্ষা করতে? রাজনৈতিক মহল মনে করছে এবার যদি রাহুলের নেতৃত্বে দল ঘুরে দাঁড়াতে না পারে সেক্ষেত্রে রাহুলের রাজনৈতিক ভবিষ্যতও বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।