আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাইয়ের মামলায় মিলন অভিযুক্ত

চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান বুধবার মিলনের উপস্থিতিতে এ মামলায় অভিযোগ গঠন করেন।

এ সময় মিলনসহ উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ  দাবি করেন।

মামলার এজহারে বলা হয়, বিগত চার দলীয় জোট সরকারের প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৭ সালের ৫ জানুয়ারি মিলনসহ ১৯ জন চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারীকে মারধর করে তার মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নেন। এ সময় আসামিরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদাও দাবি করে।

ফাইল ছবি

এই অভিযোগে ২০১০ সালের ২৪ এপ্রিল  কচুয়া থানায় এই মামলা করেন আলমগীর হোসেন।

মামলা হওয়ার সময় মিলন কারাগারে ছিলেন বলে তার আইনজীবী কামরুল ইসলাম জানান।

এদিকে কচুয়া আদালতে বুধবার দুপুরে আরো চারটি মামলায় হাজিরা দিয়েছেন মিলন। তার বিরুদ্ধে হাঙ্গামা, চাঁদাবাজি, ছিনতাই ও মারধরের অভিযোগে আনা হয়েছে এসব মামলায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.