আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় প্রথম ছিনতাইয়ের কবলে...



গতকাল ঠিক সন্ধ্যা ৬-৩০ মিনিটের সময় রিকশা নিয়ে রাজারবাগ টিএন্ডটি কলেজের রাস্তার শেষ মাথা পৌঁছতেই অপর রিকশা থেকে ডান হাত উঁচিয়ে লম্বা একটি সালাম '‌আসসালামু আলাইকুম'। আমিও যথারীতি ভদ্রতাবশত সালামের উত্তর দিয়ে তার দিকে তাকালাম। লোকটি খুব দ্রুত রিকশা থেকে নেমেই আমার রিকশা থামিয়ে দিয়ে বললো : ভাই আমার নাম শুভ। আপনি কি এজিবি কলোনীতে থাকেন? আমি বললাম না। উনি বললেন- 'ও সরি।

আসলে আপনার মতো একজনকে খুঁজছি। আমার এন্টি লোক। প্রথমে গুলি করতে চেয়েছিলাম। ' লোকটি বার বার আমার হাত তার কোমরে ঠেকিয়ে বললো- দেখছেন পিস্তল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম।

ততক্ষণে আশপাশে আরো ৪ জন জড়ো হয়েছে এবং প্রথম লোকটি আমার বাঁ পাশে বসে আমার প্যান্টের বাঁ পকেটে হাত ঢুকিয়ে টাকা যা ছিলো তার হাতে নিয়ে নিলো। অপর লোকটি আমার প্যান্টের ডান পকেটে হাত ঢুকিয়ে নকয়িা মোবাইল সেটি নিয়ে নিলো। তারপর মানিব্যাগ বের করতে বললো। মানিব্যাগ বের করে কিছু না পেয়ে সেটা ফেরত দিয়ে দিলো। তারা একজন অপরজনকে বলতে ছিলো এই কেউ ককটেল চার্জ করবি না।

ঘটনা ঘটার পর আমার মন ভীষণ খারাপ হলো। ঈদের মাস। একটা ছোট চাকরি করে সামান্য যা ইনকাম করি তাই দিয়েই সারা মাস চলতে হয় খুব টানাটানি করে। তার উপর এই যদি হয় অবস্থা, তাহলেই বুঝতেই পারছেন। যা হোক, এরকম অবস্থায় আমি আর কোনো দিন পরিনি।

পরতেও চাই না। আপনারা দোয়া করবেন যাতে এই 'শোক' কাটিয়ে উঠতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।