আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট দলের তথাকথিত পাকিস্তান সফর!

পাকিস্তানের অদ্ভূতুড়ে সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে সেদেশের নিরীহ মানুষের রুটিন প্রাণহানির ঘটনা বেদনাদায়ক, আফগানিস্তানে সন্ত্রাসী আমেরিকার 'সন্ত্রাস বিরোধী' যুদ্ধের বিষ ধীরে ধীরে কিভাবে পাকিস্তানকে গ্রাস করে ফেলেছে, সেটা এখন একটু যেন কষ্ট করে মনে করতে হয়, যেন পাকিস্তানের অবস্থা এমনই ছিল। পাকিস্তানে গণতন্ত্রের অবস্থা সব সময়েই দুর্বল, একথা সত্য হলেও এতটা মার মার কাট কাট অবস্থাতো ছিলনা--- সত্য বড় নির্মম, আর এ নির্মম সত্য হল, পাকিস্তান এখন এক মৃত্যু ফাঁদ। এক অসহায় রাষ্ট্র, গত কয়েক বছরের অব্যাহত সহিংসতার ফলে দেশটি সেদেশের জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় আঞ্চলিক ও বৃহত্তর আন্তর্জাতিক পরিমন্ডলের সবরকম সূচকে মান-সম্মান হারিয়েছে, বলতে গেলে পাকিস্তান এক পরাজিত রাষ্ট্র, যে দেশটি ৭১-এ বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে হত্যা ও ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ করেছে, তারা নিজেরাই আজ তার চেয়েও ভয়ানক অসহায় অবস্থায় নিপতিত হয়েছে--ঘটনাটি দুঃখজনক হলেও, একেই বোধহয় বলে 'পাপে ছাড়েনা বাপেরে'। আশ্চর্যজনক ব্যাপারটি হল, তাদের যে পাপ আমাদের ৩০ লক্ষ মানুষের জীবন ও সম্ভব সবরকমের নির্যাতনের মাধ্যমে তারা একবার আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেরকম এক পাপ থেকে মুক্ত করে তাদেরকে দুগ্ধ স্নানের মাধ্যমে পবিত্র করার দায়িত্ব আবার পড়েছে আমাদের জীবিত বীরদের উপর, তবে তাতে কি? এটাতো তারা চাইতেই পারে, আশ্চর্যের ঘটনাটি হল, এখানে আমাদের নীতি নির্ধারকদের তর সইছেনা,অনেকটা যেন 'বর থামে তো নাপিত থামেনা'। আমাদের জীবিত জাতীয় বীরদের দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে ফেলানোর চেষ্টা চলছে, ক্রিকেট এবং পাকিস্তানের মান বাঁচানো। অসহায় রোহিঙ্গাদের ব্যাপারে যেখানে আমরা এতটা নির্দয়, সেখানে পাকিস্তানের প্রতি এতটা বিপদজনক সহানুভূতি দেখানো কি এই মুহূর্তে এতোটাই প্রয়োজন হয়ে দেখা দিয়েছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.