আমাদের কথা খুঁজে নিন

   

'ভারতের নির্বাচনের পর তিস্তাচুক্তি নিয়ে আলোচনা হবে'

ভারতের নির্বাচনের পর তিস্তাচুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

তিনি বলেছেন, সামনে ভারতের জাতীয় নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনের কারণেই তিস্তাচুক্তি নিয়ে আলোচনায় বিলম্ব হচ্ছে। নির্বাচনের পরে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে তিস্তাচুক্তিসহ সব অমিমাংসিত সমস্যার সমাধান করা হবে।

আজ বুধবার গাজীপুরের তেতুইবাড়ি এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শনে এসে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক ও নির্বাচনের জন্যই তিস্তাসহ বিভিন্ন অমিমাংসিত বিষয়ে চুক্তি সম্পাদন বিলম্বিত হচ্ছে।

এ সময়  হাসপাতাল সম্পর্কে মোহাম্মদ নাসিম বলেন, এই হাসপাতাল স্বল্প ব্যয়ে বিশ্বমানের চিকিত্সা সেবা দেবে। এই হাসপাতালটি বিশ্বমানের করে গড়ে তোলার সকল ব্যবস্থা নিয়েছে সরকার। চিকিত্সা সেবার জন্য আমরা উন্নত দেশে আর যেতে চাই না। আর এমন মনোভাব নিয়েই বর্তমান সরকার স্বাস্থ্যসেবার উন্নয়ন করে যাচ্ছে।

এর আগে হাসপাতালের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, প্রফেসর ডক্টর এমএইচ মিল্লাত এমপি, কেপিজে হেলথ কেয়ার বারহেডের প্রথম ভাইস প্রেসিডেন্ট হাজী আব্দুল মালেক তালিব, হাসপাতালের অপারেশন কমিটির সদস্য ড. বায়েজিদ খোরশেদ রিয়াজ প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.