আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবল এবং পোল্যান্ড-জার্মান রাজনৈতিক দ্বন্দ... ও বেহায়া বাঙালী।

আই কাস্যবাজাইজ্জা ফুয়া

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিটলারের নাজি বাহিনীর পোল্যান্ড এ নির্মম হত্যাকান্ডের মাধ্যমে ব্যাপারটা কে না জানে? ঘটনাটা ৭৫ বছর পুর্বের।

২০১২ সালের ইউরো এর আয়োজন করেছিল পোল্যান্ড-ইউক্রেইন যৌথ ভাবে। হোস্ট হিসেবে পোল্যান্ড একটা সেমিফাইন্যাল আয়োজন করে। দুঃখজনক ভাবে সেই সেমিতে জার্মানরা মুখোমুখি হয়েছিল ইতালির। ইতালির কট্টর সমর্থক তাই ম্যাচটা দেখা ও এটা নিয়ে এনালাইসিস গুলো পড়ার সৌভাগ্য হয়েছিল।



সেদিন পোল্যান্ডের মাঠটা হয়ে গিয়েছিল একটুকরা ইতালি। হ্যাঁ এক টুকরো ইতালি। জার্মান দর্শক বলতে ছিল মাঠের একটা গ্যালারি মাত্র। সেদিন ইতালির জয় হয়েছিল ২-১ গোলে।

জিয়ানলুইজি বুফনের সেদিনের টুইট ছিল অনেকটা এরকম, পোলিশ দের ধন্যবাদ।

তাদের সমর্থন আমাদের মানসিক শক্তি দিয়েছে। ব্রাভো ইতালি...

ইতালির অবসর প্রাপ্ত খেলোয়াড় মাতেরাজ্জি টুইট করেন, আমি বিস্মিত। পোলিশরা জার্মানদের এখনো ক্ষমা করেনি।

জার্মান অধিনায়ক ফিলিপ লাম টুইট করেছিলেন আমরা মূলত পোল্যান্ড এর কাছে হেরেছি।

সেদিন পোলিশদের আচরণে ছিল জার্মানদের প্রতি তীব্র ঘৃণা যা পুরো বিশ্ববাসীর চোখ এড়াতে পারেনি।



যেখানে নাজি বাহিনীকে জার্মানরা নিজেরাই দেখতে পারেনা। কিছুদিন আগেই গোল উৎযাপন করে নাজি সেলুট দেয়ায় এক জার্মানের ম্যাচ ফি ও নিষিদ্ধের ঘটনা ঘটেছে। জার্মানরা অসংখ্য বার পোলিশদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছে। তারপরেও ফুটবল বা যেকোন ক্ষেত্রেই জার্মানদের ছাড় দিতে পোলিশরা নারাজ।

আর আমাদের বাঙালীদের দেখেন।

পোলিশদের ৭৫ বছর বাঙালির মাত্র ৪২ ।
শুধু হত্যা না। ধর্ষন লুট কি না করেছে পাকিরা? আর এর জন্যে ক্ষমা তো চায় না উলটা বলে যা হইছিল ঠিক ছিল। আর নিজেরাও এটাকে বিরত্ব বলে। এখনও কাদের মোল্লার পক্ষে পাকি ক্রিকেটাররাই সাফাই গায়।


আর বাঙালিরা মাঠে ঘাটে পাকিস্তান বলতে অজ্ঞান।
পাকিস্তানিরা খেললে মিরপুর ফতুল্লা হয়ে যায় একটুকরা পাকিস্তান। অনেকের কাছে প্রিয় দলের কাছে বাংলাদেশ ক্রিকেট দলও কিছুই না।

পোলিশরা প্রস্রাব করে সেই প্রস্রাবের কিছু অংশ তাদের পায়ের নখে লাগে। প্রস্রাবের কিট ওখানে উড়ে গিয়ে বসে।

আমি বলব ওইসব বাঙালী যারা দেশের খেলায় পাকিদের সাপোর্ট দেয় তারা পোলিশ দের নখে লাগা প্রস্রাবের কিটের সমানও না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.