আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবল আর আমি

হাউকাউ পার্টি

কেন যেনো ফুটবল খেলাটা কোন কালেই আমার কাছে খুব বেশি ভাল লাগতো না। এরপর সোহার বাবার সাথে পরিচয় হবার পর এই খারাপ লাগাটা আরো তুঙ্গে উঠলো। কারণ ও ফুটবল খেলতো, ফার্স্ট ডিভিশনে, গোলকিপার (অগ্রনী ব্যাংক, মুক্তিযোদ্ধা, শান্তি নগর)। গোল ধরার জন্য লম্ফ ঝম্ফ করতে গিয়ে বেশির ভাগ খেলার পরেই দেখা যেতো হাতে, পায়ে কাটা ছেড়া, মচকানো। অনার্স ফাইনালের আগে ওর কলার বোন ভেঙ্গে গেলো, সে কি ভোগান্তি তখন...... আর এরও আগে খেলতে গিয়ে দুই হাতেরই কনিষ্ট আঙ্গুলের হাড় ভেঙেছিল।

এগুলো যদিও ওদের (ফুটবলার) কাছে কোন ব্যাপার না, কিন্তু ফুটবলের প্রতি আমার ভালো লাগা তেমন করে তৈরি হতে পারেনি মুলত: এই কারনেই। পরে অবশ্য দূর্ভাগ্যজনক ভাবে খেলোয়াড়ি ক্যারিয়ারের শীর্ষ সময়ে একটা দূর্ঘটনার কারণে ওর পায়ের লিগামেন্ট ছিড়ে যাবার কারণে প্রফেশনাল খেলাটা বন্ধ হয়ে যায়। তবে এখনও সুযোগ পেলেই লুকিয়ে চুরিয়ে অফিসের খেলায় লেগে পরে যাই হোক যে কথাটা বলার জন্য এতক্ষন বকর বকর করলাম, সেটা হলো এই খেলা পাগল মানুষটার সাথে থাকতে থাকেতে আমারও এখন ফুটবল খেলাটাকে একটু একটু ভাল লাগে। আর আমার পছন্দের দল ব্রাজিল। এছাড়া আন্ডারডগ যে দল গুলো ভাল করতে থাকে সেগুলোর প্রতিও মনের মধ্য থেকে অন্যরকম একটা সমর্থন গড়ে ওঠে এবার এক নজরে আমার ফেবারটি টিমের কিছু তথ্য( উদাসী ভাই আবার গিয়ান ধরার জন্য বালতি পাততে পারে ) উনবিংশ শতকের শুরু দিকে ব্রাজিলে ফুটবলের প্রবর্তন করেণ চার্লস উইলিয়াম মিলার নামে এক তরুণ।

পরে ১৯১৪ সালে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের জন্ম হয় এবং এছরই ব্রাজিলের জাতীয় দলের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। ধীরে ধীরে খেলাটি এখানে একটি প্যাশানে পরিণত হয়। বর্তমানে ব্রাজিলের প্রায় ১০,০০০ ফুটবল খেলোয়ার সারা বিশ্বের বিভিন্ন দলে খেলে যাচ্ছে। স্থানীয় ভাবে ব্রাজিলের জাতীয় দলের কিছু নিকনেইম আছে, সেগুলো হলো: ** ক্যানারিনহো/ক্যানারিনিয়ো (লিটল ক্যানরী) ** দ্যা সিলেকশন **গ্রীন এন্ড ইয়েলো **দ্যা সাম্বা কিংস কনফেডারেশন/কনমেবল: সাউথ আমেরিকা প্রধান কোচ: ডুঙ্গা ক্যাপ্টেন: লুসিও সর্বোচ্চ গোলদাতা: পেলে বর্তমান ফিফা র‌্যাংকিং: ১ সর্বোচ্চ ফিফা র‌্যাংকিং: ১ (সেপ্টেম্বর ১৯৯৩ থেকে ২০১০) সর্বনিম্ন ফিফা র‌্যাংকিং:৮(অগাষ্ট ১৯৯৩) ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবলে অংশ গ্রহন করে। বিজয়ী হয়েছে :১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪ আর ২০০৭এ।

জার্সির বিবর্তন। ব্রাজিলিয় ফুটবলের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো অক্রমনাত্মক কৌশলগত দ্রুতগামিতা। এর পাশাপাশি খেলার শিল্পনৈপুন্য, সুইং, বিভিন্ন ধরণের রিদমের মিশ্রন আর ক্যরিওগ্রাফি ব্রাজিলিয় ফুটবলে এক অন্যরকম দৃষ্টিনান্দনিকতা যোগ করেছে। বলা হয় "ফুটবলের উদ্ভাবন করেছিল ইংরেজরা আর ব্রাজিল একে নিখুত করে তোলে"। উইস ইউ গুড লাক ব্রাজিল.... মডেল: তোফা বয়স: এক বছর পাচ মাস


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.