আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইল-৮ উপনির্বাচনে নিরাপত্তা পরিকল্প

টাঙ্গাইল-৮ উপনির্বাচনে সহিংসতা রোধে কঠোর নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন। ভোটের দিন কেউ যাতে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখছে কমিশন। এ বিষয়ে ১৩ মার্চ ইসি সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে ইসি। পাশাপাশি এ বৈঠকের কার্যপত্রও চূড়ান্ত করা হয়েছে। গতকাল এ-সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এ আসনের ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের জন্য ১৬টি মোবাইল টিম ও র্যাবের পৃথক ১৬টি মোবাইল টিম মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া চার প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। পাশাপাশি অপরাধীদের তাৎক্ষণিক সাজা দিতে চারজন নির্বাহী ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। কার্যপত্রে বলা হয়েছে- বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা ২৭ থেকে ৩০ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরাও সাত দিন মাঠে থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.