আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রিয়তায় ই-সিগারেট, আসছে নিষেধাজ্ঞা

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কাউন্সিলের সবার সম্মতিতে তরল নিকোটিন জাতীয় ব্যাটারি চালিত যন্ত্রের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ই-সিগারেটে বিষাক্ত তামাক সেবনের বদলে আসক্তরা বাষ্পে পরিণত হওয়া তরল নিকোটিন গ্রহণ করে। এ কারণে এটি ‘ভ্যাপিং’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের নিউ-ইয়র্কে ২০১৩ সালের শেষ দিকে পাবলিক প্লেসে ভ্যাপিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া শিকাগোতে যেখানে ধূমপান করা নিষিদ্ধ সেখানে ভ্যাপিংও নিষিদ্ধ।

লস এঞ্জেলসের বিলটি আইনি প্রক্রিয়ায় পাশ হলে তারাও নিউ ইয়র্ক ও শিকাগোর নিয়ম অনুসরণ করবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

অন্যদিকে যুক্তরাজ্যে ই-সিগারেটের চাহিদা দ্রুত বাড়ছে। ডেটা গবেষণা সংস্থা মিনটেলের তথ্য মোতাবেক ই-সিগারেট যুক্তরাজ্যে ১৯ কোটি ৩০ লাখ পাউন্ডের বাজার ধরে রেখেছে। সেখানে টিভিতে বিভিন্ন ই-সিগারেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও প্রচারিত হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে কমিটি অফ অ্যাডভার্টাইসিং প্র্যাকটিস (সিএপি)-এর এক আলোচনায় সিএপি সেক্রেটারি শাহরিয়ার কোপাল জানিয়েছেন, অনেক ই-সিগারেটেই নিকোটিন থাকে এবং তাদের দায়িত্ব কঠোর নিয়মের মাধ্যমে শিশু ও জনসাধারণকে রক্ষার বিষয়টি নিশ্চিত করা।

ইউরোপিয়ান ইউনিয়নও ই-সিগারেটের ব্যবহার, এ সম্পর্কিত আলোচনার প্রতি লক্ষ্য রাখছে। এসবের উপর  নির্ভর করবে ভবিষ্যতে পণ্যটির নিয়ন্ত্রণ ও বিজ্ঞাপনের বিষয়টি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।