আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রিয়তায় শীর্ষে প্রিয়াংকা

পিটবুলের সঙ্গে নতুন সিঙ্গেল ‘এক্সোটিক’, এরপর মুক্তির অপেক্ষায় রয়েছে রিমেক সিনেমা ‘জাঞ্জির’। এগুলোর পাশাপাশি প্রিয়াংকার ঝুলিতে এ বছর আরও যুক্ত হয়েছে হলিউডি সিনেমা ‘প্লেইনস’। অ্যানিমেটেড এই সিনেমাতে কণ্ঠ দিয়েছেন তিনি। সব মিলিয়ে ব্যস্ততার শেষ নেই প্রিয়াংকার। এদিকে সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও ভক্তদের হট ফেভারিট হয়ে আছেন তিনি।


 

টুইটারে বর্তমানে প্রিয়াংকার অনুসারীর সংখ্যা ৪০ লাখ ৪১ হাজার ৭৫৬ জন। সমসাময়িক বাকি অভিনেত্রীকে পিছনে ফেলে বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকার এই তালিকায় চার নম্বর অবস্থানে রয়েছেন পিসি। দীপিকা পাড়ুকোন রয়েছেন ছয় নম্বর অবস্থানে,তার অনুসারীর সংখ্যা ৩৪ লাখ ৯৫ হাজার ৬৮৫ জন।
বলিউডের ইতিহাসে দীপিকাই হলেন একমাত্র অভিনেত্রী যিনি তার তিনটি সিনেমার মাধ্যমে এক বছরে বক্স অফিসে ৫০০ কোটির সীমারেখা পেরিয়েছেন। দীপিকা এ বছর ‘রেইস টু’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমা উপহার দিয়ে বক্স অফিসে রাজত্ব করলেও ভক্তদের মনে স্থান করে নিয়েছেন প্রিয়াংকাই।


তবে সিনেমা-বোদ্ধাদের ধারণা, প্রিয়াংকার এখন একমাত্র প্রতিযোগী দীপিকা। আর ভক্তদের এই ভালোবাসা ধরে রাখতে হলে প্রিয়াংকাকে নিয়মিত কাজ করে যেতেই হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।