আমাদের কথা খুঁজে নিন

   

feeling ভবিষ্যত ভারাক্রান্ত!!

জেডআসাদ'স

বাসে আমার পাশেই এক লোক দাড়িয়ে ফোনে কথা বলতেছে। খুব সম্ভবত বউ এর সাথেই। শিউর হচ্ছি কারন এপেক্স এর দামি জুতা কেনার কারনে অন্য কেউ নিশ্চই ঝাড়ি দিব না ।
তার কিছুক্ষণের মধ্যেই লোক টার মোবাইলে আবার কল আসল। এবার অপরিচিত নাম্বার থেকে।

ফোনের ওপাশের মানুষ টি কিছুটা হেয়ালি করার চেষ্টা করল। মানে বলুন তো আমি কে? এই টাইপ এর হবে।
অবশেষে লোকটা চিনতে পেরে কিছুটা খুশি হয়ে বলে উঠল আরে শারমীন, বন্ধু কতদিন পর??
শারমিনঃ তুমি ফোন দাও না কেন? (আন্দাজে ধরে নিলাম)
লোকটাঃ আরে সেট টা চেঞ্জ করছিলাম নাম্বার টা হারাই গেছে। তারপর কিছুটা ভেবে বলল, আসলে তোমার কাছে কি লুকাবো? বউ এর ভয়ে সব নাম্বার ডিলেট করে ফেলছি !!! আর বইলো না কি যে অশান্তি তে আছি। খালি সন্দেহ করে।

আমারে বলে কোনো দিন কোনো মেয়ের নাম্বার পাইলে গলা কাইটা ফালামু!!
অসহায় এই নির্বোধের কথোপকথন আরো বেশ সময় চলল। নির্বোধ বললাম এই কারনে বলদ টা নিজের পর্দা টা এই ভাবে খোলা বাসে ফাঁস করতে পারল? আশ্চর্য হওয়ার বিষয় হল বিয়ের মাত্র ৬ মাস এবং বউ কে এখনো ঘরেই তোলে নাই। দূরে থেকেই এই রকম টাইট, পাশে আসলে কি করবে??!!! ও আরেকটা কথা এই মেয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়েরে পড়ে!! মজা নিতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ তুমি আমাদের রক্ষা কইরো। আমিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।