আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমা চাইলেন কেজরিওয়াল

আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আটকের প্রতিবাদে বুধবারই দিলি্লতে বিজেপি সদর দফতরে হামলা চালান তার কর্মী-সমর্থকরা। লক্ষ্নৌতেও ঘটে হামলা ও সংঘর্ষের ঘটনা। এ অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি সমর্থকদের সঙ্গে পার্টি সদস্যদের ভয়াবহ সংঘর্ষের পর এ ঘটনার জন্য সমর্থকদের হয়ে ক্ষমা চাইলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সমর্থকদের কাছে শান্তি বজায় রাখার আরজি জানিয়েছেন তিনি। এদিকে দিলি্লর পার্লামেন্ট স্ট্রিটের পুলিশ স্টেশনে দাঙ্গা, সাধারণ মানুষের সম্পত্তি ধ্বংস ও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে দুই দলের মোট ৩৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, কেজরিওয়ালের গুজরাট সফরের প্রথম দিনকে ঘিরে রাজধানী দিলি্ল আর লক্ষ্নৌতে উত্তেজনা ছড়ায়। নরেন্দ্র মোদির রাজ্যে আপ সুপ্রিমোকে আটক কড়ার কথা ছড়িয়ে পড়তেই তার সমর্থকরা দিলি্ল আর লক্ষ্নৌর বিজেপি দফতরে হামলা চালায়। পাল্টা হামলা চালায় বিজেপিও। দুই দলের সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় বিজেপি সদর দফতর এলাকা। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে আপ-এর বিরুদ্ধে নালিশ করার পরিকল্পনা করছে বিজেপি নেতৃত্ব। তারা কমিশনের কাছে আম আদমি পার্টির বিরুদ্ধে ব্যবস্থ নেওয়ার আরজি জানাবে। বুধবার উত্তর গুজরাটের রাঁধাপুর থানায় কেজরিওয়ালকে আধা ঘণ্টা আটকে রাখা হয়। এ খবর পেঁৗছতেই অগি্নগর্ভ হয়ে ওঠে দিলি্লর বিজেপির সদর দফতর এলাকা। এনডিটিভি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.