আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহী তাই, অন্যায়ের সাথে নাই

শেষের হইল শেষ.....বাঁচিবার শেষ চেষ্টায়।

বিদ্রোহী,
সে বন্ধন মানে না, মানে না শাসন।
প্রতিবাদী কণ্ঠের বাণী।
শাণিত তার দ্রোহের ভাষা।
ব্যবহার কঠিন-কমল মিলে।

দ্বন্দ্ব তার প্রতিবাদের সুর,
বাধা ঠেলে বহুদুর,
সে ছিনিয়ে আনে জয়।
বিদ্রোহী তাই বিদ্রোহ তার,
প্রতিবাদ তাই অন্যায়ের সাথে, আপস করে না সে
বিদ্রোহীতে ছিনিয়ে আনে
কখনও মানে না পরাজয়।

জানে না সে
নীতিহীন হতে
জীবন যায় যদি যাক।
চৈত্রের খরায়
কঠিন রৌদ্রে পোড়া চৈাচির মাটির মত
কঠিন তাহার
সফল নিশানার তাক।


.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।