আমাদের কথা খুঁজে নিন

   

মৌলবাদী বস্তুবাদী কিংবা দার্শণিক হিজরাবাদী ও বাস্তববাদী ।

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

"মৌলবাদী" শব্দটা কোন মৌলবাদীর তৈরী নয়। অন্য কেউ একটা গোষ্ঠীকে মৌলবাদী বলছে, সেখানে সেই গোষ্ঠীর মতবাদকে বর্ণনা করা হচ্ছে, তাদের সংগা নির্ধারণ করা হচ্ছে, অথছ সেই গোষ্ঠীর এই আরোপিত সংগায় আপত্তি বা সম্মতি কতটুকু সেটা পুরোপুরি উহ্য থাকছে ।

উইকি/গুগল খোজ করলে দেখা যায় যারা প্রগতির বিরোধীতা করে , তারা-ই মৌলবাদী । মৌলবাদ বা মৌলবাদীর এরচেয়ে সহজ কোন অর্থ খুজে পাই নি, কেউ পেলে দয়া করে জানাবেন, কৃতজ্ঞ থাকব। অন্যদিকে যে গোষ্ঠী -টিকে মৌলবাদী আক্ষা দেওয়া হয়, তারা কিন্তু নিজেদের উন্নতি ও প্রগতীর বিরোধী মনে করে না, বরং সহায়ক-ই মনে করে।

উল্লেখিত গোষ্ঠীর সাথে বাতচিত করলে যেটা প্রকাশ পায় তারা নিজেদের " বিশ্বাসী" বা কোন একটা ধর্মীয় বিশ্বাসের বিশ্বাসী বা অনুসারী মনে করে মাত্র।

আমার নিজস্ব বিশ্বাস ও ধ্যান ধারণা ধর্মপুষ্তকের অনুগামী - অনুসারী । আর ধর্ম পুস্তককে আমি যেহেতু চুরান্ত সত্য বলে মনে করি, তাই এর সাথে সংঘর্ষিক হলে আমার অনুসন্ধান-অনুধাবন কে ত্যাগ করে আমি পুস্তক-কেই সত্য বলে গ্রহণ করি। সে হিসেবে আমাকে একজন কট্টর মৌলবাদী বলতে পারেন ।

বস্তুবাদী: বস্তুবাদ বস্তু ও ভৌত জগতকেই সামগ্রিক ও স্বয়ংসম্পূর্ণ মনে করে।

বস্তুবাদ 'অর্থ' , 'সম্পদ' তৈরীর অগ্রদূত । এই অর্থ , সম্পদ ও পুজি বস্তুবাদের পুজনীয় উপাস্য হলেও, বিশ্বাস ও ভাব বাদে এগুলোর ( অর্থ ও সম্পদ) গুরুত্ব ততটা নয় । এতটা নয় যে অর্থ ও সম্পদের জন্য অন্য সব বিশ্বাস ও দর্শণকে বাদ দিতে হবে বা মডিফাই করতে হবে ।

তাই কর্পোরেট সেখানে এগিয়েছে, বিশ্বাস ও ভাববাদের মাপকাঠিতে মুল্যবোধ সেখানে অনেকটাই পিছিয়েছে ।

দার্শণিক হিজরাবাদী: হিজরাদের সমাজে সবাই ঘৃণা করে, আবার বেশী করে সমীহও করে।

হিজরা যেমন না পুরুষ না মহিলা, তেমনি কিছু চিন্তাও বিশ্বাস না পুরাটা বস্তুবাদী না পুরাটা বিশ্বাস নির্ভর।

মজার ব্যাপার হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন মুলত এমন মিশ্রবিশ্বাস দিয়েই আবর্তিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় সবচেয়ে বেশী । আর এটাকে খুব খারাপভাবে দেখারও কিছু নেই । এসব ভাববাদী বিষয়ে এবসলিউট ট্রুথ বা স্হির সিদ্ধান্তে পৌছানোটাই বিষ্ময়কর, অনিশ্চিত অবস্হাটা বরং অনেক সহজাত।

অনেকেই জীবনের অনেক ক্ষেত্রে বস্তুবাদ ও পুজিবাদকে মেনে নিলেও সব জায়গায় পুরোপুরি মুল্যবোধকে মডিফাই করে পুরোপুরি বস্তুবাদী হতে পারেনি।



আমাদের চারপাশের বেশীর ভাগ লোক গুলোই অনেকটা এরকম । অনেকটা বস্তুবাদী, বেশ খানিকটা জাতীয়তাবাদী, কিছটা ধার্মিক, আবার অনেকটাই ধর্মীয় আবেগ প্রবণ । কিছু সেকেলে ধারণাকে মনের মাঝে ভালভাবেই ধরে রাখে, আবার প্রগতিশীল - আধুনিক হতে যথেষ্ট সচেষ্ট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.