আমাদের কথা খুঁজে নিন

   

নারীতে বিস্ময়

যেদিন প্রথম নারী এসেছিল;
বিস্ময়াভিভূত হয়েছিল আদিনর,
নেড়েচেড়ে দেখেছিল সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ
যেন ব্যবচ্ছেদের টেবিলে একটা স্পেসিমেন
স্যাম্পল নিয়েছিল তার বুক,নাভি, মুখ, নখরের ।

প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ ,
তার উর্ণাজালে বোনা রিদম
উদ্ধত করেছিল আদিনর কে ।

ঘুপটিমেরে শুয়ে থাকা আদিনারি
উপলব্ধি করেছিল কোন এক ঘোড়সওয়ারির দৌরাত্ম্য ,
দোর্দণ্ডপ্রতাপে দিগ্বিদিক ছুটাছুটি করা এক মহানপুরুষ ,
এনে দিয়েছিল তাকে একটুকরো আভা ।

নারীর সে দিনের সেই নিশ্চুপ উপলব্ধি ,
সেই ঠোঁটে ঠোঁট চেপে থাকা প্রগাঢ় সুখ
বিবর্তনে ও আজ অক্ষত ।

আজ ও তাই বিস্ময় কাটেনি আদিনরের বংশধরের ।

৩:০৫ pm
৭/৩/২০১৪

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.