আমাদের কথা খুঁজে নিন

   

একটি করুন কিংবা বেদনাবিধুর বালকের মাননীয় স্পিকার হইবার গল্প



একদা আমার অনেকগুলা মাইয়া ফ্রেন্ড ছিলো :p আমার অন্যতম কাজ ছিল এনাদের বাড়া ভাতে ছাই দেওয়া এবং আমি আমার কাজ অত্যন্ত নিষ্ঠা এবং গর্বের সহিত সম্পন্ন করিতাম সেইদিন এক মাইয়া ফ্রেন্ড স্ট্যাটাস দিছে hi gys , ki khobor sobar ?? sobai valo acho ? আমি কমেন্ট করিলুম : কি রে দোস্ত নির্বাচনে খারাইছিস নিকি ?? তার পরের দিন আরেকজন স্ট্যাটাস দিছে aj nijei ranna korlam , এইবার মোর কমেন্ট : চাপা মারস ক্যান ?? গুগল ম্যাপ না দেইখা রান্না ঘর কই তা দেখাইতে পারিলে ১০০ ট্যাকা দিমু :p তার পরের দিন আরেক দোস্ত স্ট্যাটাস দিছে : sokal hoye geche , good morning , ইহাতে মোর কমেন্ট : থ্যাঙ্কু , তুই না কইলে জানতামই না যে সকাল হইছে :/
যাই হোক পরশু সাভার গেছি কেবলমাত্র একটা ব্যানসন ধরামু এমতাবস্থায় কে জানি কলার ধরিয়া উষ্টা টান মারিল , আমি তো শ্যাষ কে যে দেখল মাগার ঘুইরা দেখলাম স্ট্যাটাসউয়ালী কোন এক ফ্রেন্ড , জানে পানি ফিরা আসল । অতপর দীর্ঘ ৫ মিনিটের বক্তব্য শেষে রাস্তার মাঝিখানে আমাকে কিংকর্তব্যবিমূড় অবস্থায় ফেলিয়া এবং আমার হাতে অবস্থানরত ব্যানসন পদদলিত করিয়া মুখ ভেংচিয়া তিনি বিদায় নিলেন তাহার ৫ মিনিটের বক্তব্যের সারমর্ম হইতেছে আমি কেন তাহার পিছুনে লাগিয়াছি মুই নাকি জ্বালায়া খাইতেছি :p যদি উনার উপ্রে ক্রাশ খাইয়া থাকি তবে তাহাকে মুখ ফুটিয়া বলি না কেনু ?? :o আমি শালায় মাননীয় স্পিকার হইয়া গেলাম !!! :'( এখুন জাতির বিবেকের নিকট কোটি ট্যাকার প্রশ্ন রাস্তার মাঝিখানে ইহা কেমন এডাম টিজিং হইলেক :'(

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.