আমাদের কথা খুঁজে নিন

   

পরিযায়ী শব্দেরা...!





মাদকতাময় নিবিড় রাতের খাতায়
শব্দ শিকারি কলম ঘুমিয়ে গেলে
কপোলকল্পিত সুর সরোবরে
চুপিসারে নামে নির্লিপ্ত হ্যামিলন...।

তারপর
মুখ ও মুখোশের পার্থক্য ঘুচে গেলে,
ধ্রুপদী দুঃখের রং মেখে
সুর সরোবরে নামে বালিহাঁস
নিদ্রিত জলে ভাসে পরিযায়ী শব্দের ছায়া ।

আরও পরে
আরও ধীরে
আরও গোপনে,
অন্তর্জালিক আঁধার ঘুচে গেলে
বিপরীত বালিহাঁসের পুচ্ছ-ডানায়
অধরা শব্দেরা ফেরে আকাসাঞ্চায়তনে
কাব্যপিপাসিক হৃদয় নিয়ে কবি বিতৃষ্ণ !


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।