আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের জয়

টি-২০ বিশ্বকাপ খেলতে শুক্রবার ঢাকায় এসেছে জিম্বাবুয়ে। শুরুতে বাছাই পর্ব খেলবে ব্রেন্ডন টেলরের দল। ১৭ মার্চ দলটির প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। বাছাইপর্বে নামার আগে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে এসেছে দলটি। কাল একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে।

প্রতিপক্ষ ছিল বাংলাদেশ 'এ'। খেলায় ১১ রানে জয় পায় টেলরবাহিনী।

ম্যাচটি জিম্বাবুয়ের জন্য যতটা উপকার করেছে। ঠিক ততটাই উপকার করেছে বাংলাদেশ দলকেও। 'এ' দলের ব্যানারে মূল দলের অনেক ক্রিকেটার খেলেছেন কালকের প্রস্তুতি ম্যাচে।

মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বে খেলেছেন নাসির হোসেন, শামসুর রহমান শুভ, জিয়াউর রহমান, সাবি্বর রহমান রুম্মন। সুতরাং জিম্বাবুয়ের আড়ালে প্রস্তুতিটাও সেরে নিল টাইগার ক্রিকেটাররা। কাল নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে। ১৭১ রান করে অতিথিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা।

৪৫ বলের ইনিংসে ছিল ৪টি বিশাল ছক্কা। অধিনায়ক টেলর ৪২ রানে অপরাজিত থাকেন ২৬ বলে। এ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ ৩ উইকেট নেন ৩১ রানে এবং তাসকিন ২৪ রানে নেন ২ উইকেট। জবাবে 'এ' দলের সংগ্রহ ছিল ১৬০ রান। সৌম্য ৩৭ বলে ৪৪ এবং সাবি্বর ২৬ বলে ৩৯ রান করেন।

নাসির ২১ বলে ২৬ এবং জিয়াউর ১১ বলে ১৫ রান করেন। অতিথিদের পক্ষে মাসাকাদজা, চাতারা ও পানিয়েংঙ্গারা ২টি করে উইকেট নেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।