আমাদের কথা খুঁজে নিন

   

নিখোঁজ মালয়েশিয়ার বিমানের এক দম্পতির কথা

মুকতেশ ব্যানার্জি ও জিয়াওমো বাই। এ দম্পতি মার্চের প্রথম সপ্তাহটি ভিয়েতনামের একটি রিসোর্টে অবকাশ যাপন করেন। সে সময়কার অন্তরঙ্গ একটি ছবি পোস্ট করেন ফেসবুকে যা এখনো রয়েছে তাদের ফেসবুকের পাতায়। ছবিটি এখন প্রিয়জনদের বেদনার্ত করে তুলছে। কারণ নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশীয় বিমানের ২৩৯ আরোহীর মধ্যে তারাও ছিলেন।

৪২ বছরের মুকতেশ ও ৩৭ বছরের জিয়াওমো কানাডার নাগরিক হলেও তাদের বসবাস ছিল বেইজিংয়ে। ২০১২ সালের মে মাসে চীনের এঙ্কোল এনার্জি অ্যান্ড রিসোর্সের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান মুকতেশ। আর মুকতেশ ও জিয়াওমোর দাম্পত্য জীবন শুরু ২০০২ সালে। তাদের ছোট্ট দুটি সন্তান অবশ্য এ ভ্রমণে তাদের সঙ্গে ছিল না। মুকতেশের টুইটার পাতায় সর্বশেষ স্ট্যাটাসে লেখা আছে- 'বেইজিংয়ের জীবনে অভ্যস্ত হয়ে ওঠার চেষ্টা করছি'।

৪৮ ঘণ্টা আগে তাদের বহন করে বিমানটি মালয়েশিয়া থেকে বেইজিংয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। -ইন্টারনেট।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।