আমাদের কথা খুঁজে নিন

   

এভাবে চাই নি

আমি তোমাকে এভাবে চাইনি ,
ফাটল ধরা কাঁচের মতো বিশ্বাসে ,
ধ্বংসপ্রায় ইমারতের ভাঙা ভিতের মতো,
বিলুপ্ত হরিণের মতো,
পচন ধরা আশঙ্কাগ্রস্ত বটফলের মত
আমি তোমাকে এভাবে চাইনি ।
অনিরাপদ আস্তিনে রাখা মূল্যবান কিছু,
জীবন-যাপনে অনভ্যস্ত ,
পুরনো নদীর মতো
এবং দুঃখিত তোমাকে এভাবে চাইনি।
আজ কেন তোমাকে ছুতে গেলেই
মন থেকে খসে পরে বিশ্বাসের পলেস্তার?
ভালবাসাগুলো হয়ে গেছে পুরনো,
বয়সের ভারে নুয়ে পড়েছে ঘাসের মতো ।
আমি এ অতৃপ্তটার ভাঁজে তোমাকে চাইনি,
দেখো এ বুকের পরতে পরতে কি বিতৃষ্ণা !
বিষের পেয়ালা নিয়ে হাতে দাড়িয়ে আমি,
উঁকি মারে নির্জন মৃত্যু !
আমি তোমাকে এভাবে চাইনি,
বিষের মতন,
মৃত্যুর মতন ।।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.