আমাদের কথা খুঁজে নিন

   

নিখোঁজ যাত্রীদের স্বজনরা আশা ছাড়েননি

মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-২০০ বিমানটি নিখোঁজ হওয়ার পর তিন দিন অতিবাহিত হয়ে গেলেও আজ পর্যন্ত এর কোনো হদিস পায়নি অনুসন্ধানকারী দল। এত দীর্ঘ সময় চলে যাওয়ার পর বিমানটির কোনা খোঁজ না মিললেও আরোহীদের স্বজনরা আশা ছাড়তে নারাজ। তারা এখনো আশা রাখছেন যে তাদের স্বজনরা ফিরে আসবেন।
 
এদিকে বিমানটির অবস্থান সনাক্তকরণের লক্ষ্যে এখন উদ্ধার অভিযান মূলত মালয়েশিয়ার পশ্চিম উপকূল ঘিরে পরিচালিত হচ্ছে। বিমানটি তার স্বাভাবিক রুট থেকে সরে এসে ফের রাজধানী কুয়ালালামপুরে ফিরে আসার চেষ্টার সম্ভাবনার কথা জানা যায়।

তা সঠিক হলে বিমানটি কুয়ালালামপুরের নিকটবর্তী সুবাংয়ে অবস্থিত বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করেছিল। মালয়েশিয়ান এয়ারলাইন্স এক বিবৃতিতে তা জানায়।
 
বিবৃতিতে বলা হয়, অনুসন্ধানকারী দল তাদের সন্ধান এলাকা বিস্তৃত করেছেন। এখন অনুসন্ধানের মূল কেন্দ্রবিন্দু দেশটির পশ্চিম উপকূল। তবে বিবৃতিতে আরো বলা হয় যে, বিমানটির নিখোঁজ হওয়ার পেছনে সব সম্ভাবনাই তারা আমলে নিচ্ছেন।

 
এদিকে সোমবার শোকাহত মানুষ রাজধানী কুয়ালালামপুরে জড়ো হয়ে নিখোঁজ যাত্রীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন। বেইজিং ও কুয়ালালামপুরে বিমানটির আরোহীদের আত্মীয়স্বজন বিমানটির ভাগ্যে কি ঘটেছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য না থাকায় হতাশা ব্যক্ত করেছেন।
 
বিমানটির খোঁজ পেতে কমপক্ষে ৪০টি জাহাজ ও ৩৪টি বিমান এবং কয়েকটি দেশের অনুসন্ধানকারী দল অনুসন্ধান অভিযান পরিচালনায় নিয়োজিত আছেন।
উল্লেখ্য, মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০ বোয়িং ৭৭৭-২০০ বিমানটি শনিবার খুব সকালের দিকে ২৩৯ জন আরোহী নিয়ে আচমকা রাড়ার থেকে অদৃশ্য হয়ে যায়। এর পর থেকে এটির কোনো রকম হদিস পাওয়া যায়নি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।