আমাদের কথা খুঁজে নিন

   

তুষারপাতে কাবু কাশ্মির

জম্মু-কাশ্মিরে ধুন্ধুমার দ্বিতীয় ইনিংস শুরু করল শীত। বিদায়বেলায় বরফের পুরু আস্তরণে ঢাকা পড়ল ভূ-স্বর্গ। সেই সঙ্গে বৃষ্টিস্নাত জম্মু। টাঙ্গমার-খৈলানমার্গ ও বারামুল্লা, কুপওয়ারা, বন্দিপোরা ও কারগিল জেলার পার্বত্য এলাকায় যে কোনও সময় ধ্স নামতে পারে বলেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

তুষারপাতের জেরে বন্ধ জম্মু-কাশ্মির জাতীয় সড়ক।

বিপর্যস্ত সাধারণ জনজীবন। গোটা দেশের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ রয়েছে বিমান পরিষবা।

রবিবার বিকেল থেকেই উপত্যকায় শুরু হয় বৃষ্টিপাত। মধ্যরাত থেকে শুরু হয় তুষারপাত।

পাল্লা দিয়ে বইছে শীতল হাওয়া। সব মিলিয়ে জবুথবু কাশ্মির।

অন্যদিকে তুষারপাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাথাচাড়া দিয়েছে সীমান্তে পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা। প্রাকৃতিক বিপর্যয়ের সুযোগে উপত্যকার বুকে ঘাঁটি গাড়ছে বিভিন্ন জঙ্গি।



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।