আমাদের কথা খুঁজে নিন

   

প্রচণ্ড তুষারপাতে ব্রিটেন অচল বিমানবন্দর বন্ধ



প্রচণ্ড তুষারপাতে ব্রিটেনের বেশিরভাগ এলাকা ঢাকা পড়েছে। লন্ডনের হিথরো এবং গ্যাটউইক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরও তীব্র তুষারপাতের কারণে বন্ধ করে দেয়া হয়েছে। গত কয়েকদিন ধরে অব্যাহত তুষারপাতে ইউরোপের বিভিন্ন দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

খ্রিস্টানদের আসন্ন বড়দিন উপলক্ষে জনসাধারণ বাজার করতে যেতে না পারায় অনেক দোকান পাটও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। ভারী তুষারপাত আর তুষার ঝড়ে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের বেশিরভাগ অচল হয়ে পড়েছে। রাস্তাগুলোতে গাড়ি ও ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে। অনেকে পথিমধ্যে তুষারে আটকা পড়ে গেছেন। হাসপাতালগুলোতেও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

তুষারঝড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলোও প্রয়োজনীয় সার্ভিস দিতে পারছে না। আবহাওয়া ভালো না হলে করার কিছু নেই বলে অপারগতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। অনেক সুপার মার্কেটে জনগণ ভিড় করলেও তুষারপাতের কারণে মার্কেট বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। এরই মধ্যে ব্রিটেনের বেশিরভাগ স্থানে ১০-১৫ সেন্টিমিটার তুষার পড়েছে। আবহাওয়া অফিস উত্তর স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের বেশিরভাগ জায়গায় ২৫ সেন্টিমিটার তুষারপাতের পূর্বাভাস দিয়েছে।

এরই মধ্যে নরউইচে তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলসের তাপমাত্রা মাইনাস ৫ থেকে ১০-এর মধ্যে ওঠানামা করছে। আর স্কটল্যান্ডে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। ব্রিটিশ এয়ারওয়েজ লন্ডনের হিথরো থেকে তাদের সব ফ্লাইট এবং গ্যাটউইক থেকে ইউরোপের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। রানওয়েতে পুরু তুষারের আস্তর থাকায় বিমান ওঠানামা বিপজ্জনক হয়ে উঠেছে।

জার্মানির লুফথানসা এয়ারলাইনসও ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট থেকে তাদের সব ইউরোপীয় ফ্লাইট বাতিল ঘোষণা করেছে -সৌজন্যে - " আমারদেশ"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.