আমাদের কথা খুঁজে নিন

   

আমার সীমাবদ্ধতার সীমায় দুঃখিত আমি ।

জগত সংসারে কিছু সামাজিকতা রক্ষা একেবারে মন্দ না । তাছাড়া উপায়ও নেই । সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মানুষ কিছু কিছু সামাজিকতা অতি অবহেলায় হলেও পালন করে চলে । মনুষ্য সমাজে একেবারে অসামাজিক হওয়ার যোগ্যতা কারো পক্ষেই সম্ভবপর হয়ে উঠে না । যদিও আমার মতো অনেকেই নিজেকে অসামাজিক প্রমান করার একটা চেষ্টা রাখে, কিন্তু সে চেষ্টা সকল অংশে সমভাবে রাখা সম্ভব হয় না ।

অনিচ্ছায় অনেক ইচ্ছুক কর্ম মানুষকে করতে হয় । এই অনিচ্ছুক ইচ্ছুক কর্মকে অনেকে ভন্ডামী ভাবতে পারেন কিন্তু বাস্তবতা হলো নিজের সীমাবদ্ধতারও একটা সীমা মানুষের থেকে যায় ।

আমার সীমাবদ্ধতার সীমায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সে দায় নিজের কাছে রেখে ক্ষমা চেয়ে নিলাম । আমার ক্ষমা চাওয়ার দীনতা যেমন চিরকালের, তেমনি আপনার ক্ষমা করার উদারতা সকল কালের । তাই আমি নিশ্চিন্ত হই ।





…………………….নিঃশব্দ নাগরিক । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।