আমাদের কথা খুঁজে নিন

   

সীমাবদ্ধতার আড়ালে চরিত্রের ত্রুটি ঢাকি।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

ধ্বংসের মাঝেও যারা বাঁচতে চায় তারা সাহসী , যারা বৈরীতা ফেড়ে বাঁচে তারা বীর, যারা ধ্বংসকে স্বীকার করে ও বিধাতার কাছে ক্ষমা চায় তারা মানুষ (ধর্মীয়)। যারা যে আহত মানুষদের সাহায্য করে তারা মহা মানুষ। আমি এরকম অজস্র মানুষকে সালাম জানাই যারা জীবনের সম্পদ, অর্থ, সহযোগিতা দিয়ে অসহায়, নিরুপায় মানুষদের সাহায্য করছেন, তাদের জন্য প্রার্থনা করি। আমাদের সকলেরই সে সকল ভাল মানুষদের জন্য দোয়া করা উচিত। আমরা আমাদের সীমাবদ্ধতায় আটকে আছি, আর্থিক অবরুদ্ধতায় লেপ্টে আছি, এজন্য আমরা নিজেরাই লজ্জিত, ক্ষমাপ্রার্থী।

কিন্তু সমবেদনার কোন অংশই এখানে ভেজালের নয়। প্রকৃতি নিজের খেয়াল মতো আচরন করেনা। প্রকৃতিকে মানুষ চালায় না সত্য, কিন্তু প্রকৃতির আচরন, পৃথিবীর মানুষের সামগ্রিক কর্মকান্ডের দ্বারা প্রভাবিত। মানুষের লোভ, মানুষের অতি উতপাদন এবং অতি সংগ্রহ প্রকৃতিকে করে তুলছে টালমাটাল। তাই প্রকৃতির প্রতি যতœবান হওয়া উচিত।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।