আমাদের কথা খুঁজে নিন

   

পাল্টে যাবে টাইগারদের রূপ

১ মার্চের রাতটা বাংলাদেশের ক্রিকেটানুরাগীদের ভুলে যাওয়ার কথা নয়। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এক নিষ্ঠুর ইতিহাসের সাক্ষী হয়েছিল হাজারো দর্শক। আফগানদের কাছে বাংলাদেশ হেরেছিল ৩২ রানে। সেই পরাজয়ের দুঃসহ স্মৃতি ভুলে নতুন করে শুরু করার প্রেরণা খুঁজতে গিয়ে বাংলাদেশ পরের দুটি ম্যাচ অসাধারণ খেলেছিল। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকরা হেরে গেলেও ম্যাচ দুটি ছিল পুনরুত্থান পর্বের প্রথম দুটি ধাপ।

টি-২০ বিশ্বকাপ দোর গোড়ায়। পুনরুত্থানের জন্য এরচেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে! পুরো দলটাই এখন নতুন করে সাজছে। আত্দবিশ্বাসের সর্বোচ্চ শিখড়ে পৌঁছে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার প্রস্তুতি পর্বটাও সেরে নিচ্ছে দুরন্ত গতিতে। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা জানালেন দলের প্রস্তুতির কথা। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথাও।

'আমাদের প্রথম লক্ষ্য ১৬ তারিখের ম্যাচটা জেতা। তারপরও দুটি ম্যাচ আছে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য সে দুটি ম্যাচ জেতাও গুরুত্বপূর্ণ। তিনটা ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে গেলে আমাদের আত্দবিশ্বাসও হবে অনেক বেশি। তখন বড় দলগুলোর বিপক্ষেও ভালো খেলতে পারব।

' গতকাল মিরপুরে এভাবেই নিজেদের লক্ষ্যের কথা জানালেন মাশরাফি। ১৬ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। প্রতিশোধ নেওয়ার বিষয় তো আছেই। সেসঙ্গে দ্বিতীয় রাউন্ড খেলার প্রথম শর্তই হলো আফগানদের বিপক্ষে জয়। এই শর্ত পূরণ করেই সামনে এগুতে চায় টাইগাররা।

মাশরাফি তাই বলে আফগানদের যোগ্যতাকেও খাটো করে দেখছেন না। 'আফগানিস্তান শট বেশি খেলতে পছন্দ করে। টি-২০ ওদের সঙ্গে বেশি মানানসই। ' মাশরাফি নিজেদের দুর্বলতার দিকটাও তুলে ধরেছেন। 'আমরা যে খুব বাজে খেলে হেরেছি তা নয়।

খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ক্লিক করতে পারিনি। সুতরাং ওই জায়গায় আমাদের ফোকাস করতে হবে। আমরা নিজেদের দুর্বলতাগুলো থেকে বেরিয়ে আসারই চেষ্টা করছি। আমার বিশ্বাস আমরা পারব। ' মাশরাফি জানালেন, আফগানিস্তানের সঙ্গে শেষ ম্যাচে পরাজয়ের বিষয়টা নিয়ে ভাবছে না টাইগাররা।

ইতিবাচক চিন্তা নিয়েই মাঠে নামবে মুশফিকবাহিনী। জোর দিয়ে মাশরাফি বললেন, নিজেদের সর্বস্ব উজাড় করে খেলতে প্রস্তুত বাংলাদেশ।

দলের প্রস্তুতি তো আছেই, ব্যক্তিগতভাবে মাশরাফিও প্রস্তুত করে তুলছেন নিজেকে। 'আমি শেষ তিন দিন ১০ ওভার বল করেছি নেটে। আগের চেয়ে অনেক ভালো বোধ করছি।

ব্যথাটা এখন অনেক কমে এসেছে। ' পূর্ণ ফিট মাশরাফি দলে থাকলে বোলিংয়ে বাড়তি প্রেরণা থাকবে মুশফিকের সঙ্গে। তাছাড়া ব্যাটিংয়েও নিজের প্রস্তুতির কথা জানালেন তিনি। 'আশা করি ব্যাটিংয়ে আমার প্রয়োজন হবে না। যদি প্রয়োজন পড়ে আমি অবশ্যই চেষ্টা করব ভালো করতে।

' বিশ্বকাপ বলে সামনের ম্যাচগুলোর গুরুত্ব অনেক। তবে মাশরাফি জানালেন, কোনো সিরিজ হলেও একই গুরুত্ব দিয়ে বাংলাদেশ ম্যাচগুলো নিয়ে আলোচনা করত। প্রতিটা দলকে নিয়েই আলাদা পরিকল্পনা থাকবে বাংলাদেশের।

বাংলাদেশের সমালোচনার শেষ নেই। দেশে-বিদেশে সবখানেই মুশফিকদের সমালোচনা।

এই সমালোচনাকেও ইতিবাচকভাবেই দেখতে চান মাশরাফি। তিনি বলেন, 'সমালোচনা না করলে আমরা রিল্যাঙ্ হয়ে যাই। ' তবে খুব বেশি সমালোচনা হিতে বিপরীতও হতে পারে বলে মনে করেন মাশরাফি। নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণেই দৃঢ় অঙ্গীকারের কথাই জানালেন দেশসেরা এ পেসার। এর আগে এমন অঙ্গীকার করেছেন সাকিব আল হাসানও।

তিনিও বাংলাদেশকে নিয়ে যেতে চান দ্বিতীয় রাউন্ডে। এরপর কি? মাশরাফি বললেন, 'যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে আমাদের। কেবল নিজেদেরকে মেলে ধরতে হবে। ' মাশরাফি স্বীকার করেছেন, বাংলাদেশের কোথাও ভুল হচ্ছে। সেই জায়গাটা থেকেই বেরিয়ে আসতে হবে।

মাশরাফি বিশ্বাস করেন, বাংলাদেশ সব বাধাই অতিক্রম করতে পারবে। দেশের কোটি কোটি ক্রিকেটভক্তও এই বিশ্বাস ধারণ করে। দেখা যাক, শেষ পর্যন্ত ভাগ্যদেবী এবার মাশরাফিদের সঙ্গী হয় কিনা!

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.