আমাদের কথা খুঁজে নিন

   

নেতৃত্বে আগ্রহ রুনির

ওল্ড ট্র্যাফোর্ডের দলটার বর্তমান অধিনায়ক নেমাঞ্জা ভিদিচ আগামী মৌসুমে ইটালিয়ান সিরি ‘এ’র দল ইন্টারে যোগ দেয়ার ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছেন। ভিদিচ দল ছেড়ে ইটালিতে পাড়ি জমালে ইউনাইটেড ম্যানেজার ডেভিড ময়েসকে নতুন একজন অধিনায়ক নির্বাচন করতে হবে। আর সুযোগ পেলে অধিনায়কত্ব করতে আগ্রহী ২৮ বছর বয়সী রুনি।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তো বটেই, নিজের দেশ ইংল্যান্ডেরও জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ওয়েন রুনি।

ক্লাবের ম্যাগাজিন ইউনাইটেড ইনসাইডকে রুনি বলেছেন, “বেশ কয়েকবার আমি ইউনাইটেডের অধিনায়কত্ব করেছি। ক্লাব ম্যানেজার চাইলে আমার কোনো সমস্যা নেই।”

এদিকে ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের অধিনায়ক স্টিভেন জেরার্ড চলতি বছরের ফিফা বিশ্বকাপ শেষে অবসরের ঘোষণা দিলে এখানেও নেতৃত্বের শূন্যতা দেখা দেবে। আর এ পর্যন্ত দেশের হয়ে ৮৯ ম্যাচ খেলা রুনি ইতিমধ্যে দুইবার দেশের নেতৃত্বে ছিলেন বিধায় তাকেই জেরার্ডের উত্তরসুরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.