আমাদের কথা খুঁজে নিন

   

রেখেছো বাঙালী করে মানুষ করনি

পতন দিয়েই আমি পতন ফেরাবো


১৯৭২ সালে ১০ই জানুয়ারী স্বাধীন বাংলাদেশে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে দেশের মাটি তে পা রেখে একটা সংক্ষিপ্ত ভাষণ দেন , যেখানে বঙ্গ বন্ধু বলেন " রবি ঠাকুর তার কবিতায় লিখেছেন - সাত কোটি সন্তানে হে মুগ্ধ জননী , রেখেছো বাঙালী করে মানুষ করনি "
তিনি এটা ভূল বলেছেন , কারন বাঙালী আজ দেশ স্বাধীন করেছে ,মানুষ হয়ছে।

কিন্তু হে বাংলার বন্ধু , আপনি যদি আজ বেছে থাকতেন তাহলে কি বলতেন ২০১৪ সালের ১৩ই মার্চের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এ বাঙ্গালীদের কে দেখে - আপনার গড়ে তোলা আওয়ামী লীগ আজ প্রমান করলো আপনার সেই দিনকার ভাষণ ছিল ভূল , রবি ঠাকুরই সত্য বলেছেন - রেখেছো বাঙালী করে মানুষ করনি।

ক্ষমা করবেন হে পিতা, আমরা এখনো ও পরাধীন ই থেকে গেলাম

View this link https://www.youtube.com/watch?v=__CHdKMmQfo

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.