আমাদের কথা খুঁজে নিন

   

সব ছেলের মনেই কি কখনো বা কখনো এরকম মনে হয়?

পরে জানািচ্ছ...

বালক জানে না তো পুষবে অনুরাগ
হৃদয়ে কতোদিন, কার বা চলা-পথে
ছড়াবে মুঠো-মুঠো বকুল ফুলগুলো;
কোথায় যেতে হবে, যাবে না কোন দিকে,
ব্যাপক হাঁটাহাঁটি করবে কোন পথে!
বালক জানলো না—মানুষ ম্লানমুখে
কেন যে তারা গোনে; পায়ের নীচে কার
কেন যে ফুল ঝরে, কতোটা ফুল ঝরে!
মানুষ ভুল পথে গিয়েছে কতো দূর,
বেপথু কাকে বলে বালক জানে না তা!
বালক জানেনা তো কতোটা হেঁটে
এলে ফেরার পথ নেই , থাকে না কোন কালে.....

=রফিক আজাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।