আমাদের কথা খুঁজে নিন

   

নিখোঁজ বিমানটি ‘কয়েক ঘণ্টা উড়েছিল’

রেডার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অনেক পরও বিমানটি স্যাটেলাইট সিস্টেমে অটোমেটিক সঙ্কেত পাঠাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

আর এতেই বোঝা যায়, বিমানটি তার সর্বশেষ অবস্থানের পরও ১,৬০০ কিলোমিটার (১ হাজার মাইল) উড়ে থাকতে পারে।

বিবিসি বলছে, লন্ডন-ভিত্তিক টেলিকমিউনিকেশন ইনমারসাত কোম্পানি বিমানটি উধাও হওয়ার পর ফ্লাইট এমএইচ৩৭০ থেকে অন্তত ৫ ঘন্টা পর্যন্ত আপনা থেকেই সঙ্কেত পেয়েছিল।

বিবিসি’র বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা জোনাথন আমোস বলেছেন, বিমানটি অক্ষত এবং চলমান থাকলেই কেবল সঙ্কেত পাওয়া সম্ভব। ফলে অনুসন্ধানকারী দল ভারত মহাসাগরে বিমানটির খোঁজে কেন গেল তার একটি ব্যাখ্যাও এখান থেকে পাওয়া যাচ্ছে।



এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমেও নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিখোঁজ বিমানটি উধাও হওয়ার পর কয়েক ঘণ্টা ওড়ার আভাস দেয়া হয়েছিল।

মালয়েশিয়া অবশ্য এ দাবির ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

শনিবার প্রথম প্রহরে মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং-এর উদ্দেশে যাত্রা করা বিমানটি ২৩৯জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। উড্ডয়নের এক ঘণ্টা পরই ভিয়েতনামের দক্ষিণে কামাউ-এর আকাশসীমায় প্রবেশের পর বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ধারাবাহিকভাবে অনুসন্ধানকাজ চললেও এখনো পর্যন্ত এমন কোনকিছুর সন্ধান পাওয়া যায়নি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।