আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবী ধ্বংস, মায়া সভ্যতা সংক্রান্ত মিথ এবং সভ্যতা নিয়ে আমাদের করনীয়।

মেক্সিকোর মায়া সভ্যতা মতে ২১ ডিসেম্বর ছিল পৃথিবী ধ্বংসের দিন, কিন্তু তা ধ্বংস হয়ে যায়নি। অনেকে ভাবছেন, একযুগ থেকে আরেক যুগে উত্তরনের দিন আজ। জগত জুড়ে পন্ডিতেরা যে যেটাই ভাবুননা কেন আমাদের আসলে ভেবে দেখার সুযোগ আছে যে আমরা আসলে কোন যুগে বসে কোন ভাবনা দিয়ে পরিচালিত হচ্ছি। আজও কেন আমরা শুধুই নিজেকে নিয়ে ভাবি? কেন চারপাশের সুবিধাবঞ্চিতদের নিয়ে ভাবছিনা। বলা হয়ে থাকে, রাজনীতিবিদেরা ওদের জন্য ভাববেন, তাঁরা সেটা দাবীও করেন।

কিন্তু বাস্তবে তাঁদের বক্তব্যটি কেবল রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছুই থাকেনা। সত্যিকার কোন পরিবর্তন আসেনা সুবিধাবঞ্চিতদের জীবনে। পৃথিবীতে আজ যে সম্পদ, তার মালিক কিন্তু এর সকল মানুষেরাই, এবং তা সমভাবে। কিন্তু বাস্তবে কি দেখি? ভোগ করে কেও বেশী কেও কম। জোর যার বেশী সম্পদও তার বেশী, এ অন্যায়টিই হয়ে আসছে বহুকাল ধরে।

এ অন্যায়টি নিয়ে কথা বলতে চেয়েছেন শুভ আত্মার মানুষেরা, যুগেযুগে। কিন্তু তাঁরা সেটি করেছেন বিচ্ছিন্নভাবে, ফলে তাতে কর্নপাত করেনি কেও। আজ তাই সময় এসেছে তাঁদের সম্মিলনের, তাঁদের যুথবদ্ধতার। একবার ভাবুনতো, পৃথিবীর সকল শুভ আত্মার মানুষ যদি যুথবদ্ধ হয়, বদলে কি যাবেনা সুবিধা বঞ্চিতদের ভাগ্য, বদলে কি যাবেনা পৃথিবীর চেহারা? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.