আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তান ক্রিকেট নিয়ে কিছু তথ্য।

-----

বাংলাদেশ জেতার পরই আফগানিস্তান ক্রিকেট টিম দিয়ে সার্চ দিলাম। কিছু আশ্চর্য তথ্য পেলাম।


... ২০০১ সালে দলটি আইসিসির সাথে যুক্ত হলে ও ক্রিকেটে তারা একদম নতুন। এপর্যন্ত ২২ টি ওয়ান্ডে আর ১৭ টা টি টুয়েন্টি খেলা দলটির যথাক্রমে ১৫ এবং ১০ টা জয় আছে। অর্থাত তাদের ওয়ানডে আর টি টুয়েন্টি জয়ের রেকর্ড যথাক্রমে ৬৮% এবং ৫৮% !!!
সবচেয়ে অবাক ব্যপার হল দলটির খেলোয়াররা বোর্ড থেকে কোন টাকা পায় না।

উল্টা খেলায় মাঝে মাঝে স্পন্সর না পেলে নিজের পকেটের টাকা খরচ করে খেলতে হয়। আর প্র্যাকটিসের জন্য শুধু মাত্র একটি মাঠ তারা পায়, তারপর ও অনেক বাধার মধ্য দিয়ে।


....যাই হোক সিমপ্যাথি দিয়ে কিছু হয় না, কাজের কথা বলি। ... অনেক স্ট্যাটাস দেখলাম মোহাম্মদ নাবী কে গালি দিয়ে। একটু কথা বলি।

ভাই, আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এই দলটির তেমন কোন অভিজ্ঞতাই নেই। নাবী যে কথা গুলো বলেছে তার মধ্যে একটা হল, "তাদের দলে বেশ কিছু ভাল অলরাউন্ডার আছে" । হ্যা, ঠিকই আছে। মোহাম্মদ নাবী, সাপুর জাদরান বা করিম সাদিক এর মত কিছু খেলোয়ার আছে তাদের দলে। তাদের মান আমাদের সাকিব, তামিম, মাশরাফির মত না, কিন্তু তাদের কাছে ওরাই তাদের রত্ন।




সে বলেছে, "প্রেসার থাকবে বাংলাদেশের উপর। " কথাটা কি ভুল?? টানা কয়েক ম্যাচ এবং লাষ্ট আফগানিস্তান এর সাথে হেরে দর্শকের চাপ আর যেটাই বলেন না কেন, প্রেসার কিন্তু বাংলাদেশ দলের উপরই ছিল। কারন এম্যচে আফগানিস্তান এর উপর এত এক্সপেক্টেশন কিন্তু ছিল না। কিন্তু আমাদের টাইগারদের উপর আমাদের এক্সপেক্টেশন ছিল অনেক বেশি। কাজেই টাইগাররা চাপে থাকাটা স্বাভাবিক।




...সে বলেছিল, "তারা জয়ের চিন্তা করেই মাঠে নামবে " ... আগের ম্যচে হারানো আর আর পাকিস্তান কে কাপানো একটা দলের এতটুকু প্রত্যাশা অপরাধের কিছু দেখি না।


....যাই হোক কে কি বলল সেটা বড় কথা না। আমরা মাঠে তাদের উপর্যুক্ত জবাব দিয়েছি। মাঠে আমরা দেখিয়েছি টাইগার রা কি জিনিস। তাই বলে তাদের বাপ মা তুলে গালাগাল দিয়ে নিজেদের ছোট করে নয়…

...অভিনন্দন টাইগারস…কথা হবে বাইরে, জবাব হবে মাঠে।




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.