আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ব্র্যান্ডিং: ব্যার্থতাটা আরো গভীরে

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

"বাংলাদেশ"কে ব্র্যান্ডিং করতে না পারার বিষয়টি কেবল বিনিয়োগ বা ব্যাবস্থাপনাগত বিপর্যয় নয়; পেছনের লুকানো রাজনৈতিক অর্থনীতিটি দুটি ইন্ড্রাস্ট্রী এবং একটি রাষ্ট্র প্রকল্পের সম্মিলিত ব্যর্থতার ফলাফল। বাংলাদেশের বিজ্ঞাপন ইন্ডাষ্ট্রীর প্রায় পুরোটাই ভারত নির্ভর করে গড়ে উঠেছে, কি ট্রেনিং, কি টেকনোলজি, কি এডমিন্সষ্ট্রেশন, কি পারফর্মার; সর্বপোরি শিক্ষায়। ফলে একদিকে কেবল নিজেদের ইন্সিটিউশন বা ফার্ম থাকলেই হয় না; দরকার নিজস্ব ক্ষমতায়ন, সাংস্কৃতিক উপকরণকে শক্তিশালী বানানোর কৌশল।

এত নির্ভরতা থাকলে কৌশল; কর্মে রূপান্তরিত হওয়াটা মুশকিল। গণমাধ্যমের বিন্যাসেও একই নির্ভরতা পরিষ্ফূটিত। ক্রিকেট ইন্ডাস্ট্রীর কথা যদি মনে করি তাহলে দেখতে পাবো যে গত কয়েকদিনে টেস্ট স্ট্যাটাস জনিত বাহাস আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ অর্থনৈতিক সুবিধাকে বৈধ করার উপায় হিসেবেই ব্যবহৃত হয়েছে। রাষ্ট্র প্রকল্প স্বয়ং উপমহাদেশের রাজনীতিতে ভীষণ রকম ভারত নির্ভর। মানে ঘরোয়া রাজনীতিতে সেটার ফলাফল তো দিনের আলোর মত পরিষ্কার।

বর্তমান সরকারের ইয়েস কার্ড পাওয়াটাও সেটারই অংশ। ভাষা বাস্তবতা গঠন করে, এবং স্যাটেলাইট রাজনীতিতে, যে হিন্দী বাস্তবতা বিগত ১৫ বছরে নির্মিত হয়েছে তাতে আমাদের সবারই অবদান কম নয়। যদিও দোষের বেলায় কেবল গৃহিনীদেরই দোষ। কেন কারিশমার বুক, উর্মিলার পাছা, মাধুরীর হাসি, শাহরুখের কান্না, সালমানের বডি বাংলাদেশের পুরুষকুল কখনোই গিলেন নাই? আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, কালকে সানি লিওন আর সালমানের শো হলে, এই দেশের মানুষ লক্ষ টাকা দিয়ে হলেও টিকিট কাটবে, এই ভিড় ঠেকানো যাবে না। আমাদের তথাকথিত সুশীল সমাজেরও একটি বড় অংশের বুদ্ধিবৃত্তিকে পাটাতন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীকতায়।

সেটা ঘটনার নানান ব্যখ্যায়, পুরুষ্কার প্রাপ্তীতে, সিদ্ধান্তে, পলিসি তৈরিতে প্রতিফলিত হয়। নয়া উদারবাদী অর্থনীতিতে এই ক্ষমতা যেমন সরাসরি তেমন হেজেমনিক। ভারত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখে গুন্ডে সিনেমা। বাববাহ!।

বাংলাদেশের দূর্ভাগ্য হল "প্রগতিশীল" হতে হলে তারে "ভারতপন্থী" আর "ইসলামীক" হতে হলে তারে "পাকি তথা মধ্যপ্রাচ্যপন্থী" হতে হয়।

এই বাই-পোলারিটির ছাড়ান নাই। নতুন মোড়কে এই পানীয় "জাতীয়তাবাদ", "সাংস্কৃতিক সুরক্ষাবাদ", "ধর্ম রক্ষাবাদ" , "আধুনিকতাবাদের" নামে গিলতে হয়। পৃথিবীতে কারক-চালক-প্রচারক ধর্ম এখন একটাই সেটা নব্য উদারনৈতিক পুঁজিবাদ। রাষ্ট্রের তরুণ প্রজন্ম যাতে লাইনে থাকে সেজন্য নতুন নতুন চাকচিক্য দিয়ে তাদের ব্যস্ত রাখা হয়। সামাজিক মাধ্যম হল সেই প্রক্রিয়ার নতুন অস্ত্র।

কি বিশ্বাস হয় না?

তাহলে একটা পরস্পর বিরোধীতা আপনাদের সামনে দেই, আর্ন্তজাতিকভাবে বাংলাদেশের ব্র্যান্ডিং যেখানে ভারতের আঁচলের নীচে দেবে গেল সেখানে ফ্লাশ মবের মূল কার্যকারিতা কি? তারুণ্যের উচ্ছাস? দেশকে ভালোবাসার বহি:প্রকাশ? নাকি স্বতস্ফূর্ত আনন্দ অংশগ্রহণ মাত্র? নাকি কেবলই শেয়ার? আপনাদের সকল পরিশ্রম আর প্রচেষ্টা কিভাবে সংজ্ঞায়িত হচ্ছে সেটা নিয়ে ২য় বার ভেবেছেন কি? যেদিন দেশে বিদ্যুতের মূল্য বৃদ্ধি ঘটেছে ঠিক সেদিনই কনসার্ট, কেন? বিনোদন দিয়ে প্রতিবাদ, প্রতিরোধ হ্যান্ডেল করা/ ডাইভার্ট করার পদ্ধতিটি আমেরিকান, আমি এটাতে কোন দেশপ্রেম দেখি না।

আমার কাছে বড় প্রশ্ন আরেকটি। মনে করা যাক সত্যিকার দেশপ্রেম দিয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং করা হল, কিন্তু সেটা কি সেভাবেই প্রতিষ্ঠিত হবে যেভাবে আমরা চাই? ধর্ম জুজু, দেশ জুজু, ভারত জুজু, দিয়ে বিষয়টা বোঝাবুঝির সময় আসলে অনেক আগেই শেষ। প্রতিবেশী রাষ্ট্র সে যেই হোক না কেন তার সবসময়ই রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ আছে, ফলে সেই প্রেক্ষীতে ভারত পাকিস্তান আমার কাছে সমান সম্ভাব্য প্রতিপক্ষ। যে কোন রকম আগ্রাসন, প্রলোভন থেকে রক্ষা পাবার উপায় আত্ম-সংবরণ, আত্ম-নিয়ন্ত্রণ এবং না বলার কৌশল।

তা না হলে আমরা সব সময়ই রাজনৈতিক-অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দাস ই হয়ে থাকবো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.