আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তায় প্রকাশ্যে বাচ্চাকে দুধ খাওয়ালেন ব্রিটিশ মায়েরা!

শনিবার হাজার হাজার ব্রিটিশ নারী বিভিন্ন শহরের সড়কগুলোতে প্রকাশ্যে বসে বাচ্চাদের দুধ পান করান। স্ট্যাফোর্ডশায়ার কাউন্টিতে বিক্ষোভে জড়ো হয়েছিল প্রায় এক হাজার মা। তাদের বিক্ষোভটি ছিল অভিনব। আর এই বিক্ষোভের কারন ছিল ফেইসবুকে পোস্ট করা একটি ছবি এবং তার নিচে লেখা মন্তব্য।

এমিলি শ্লগ গত শুক্রবার তার আট মাস বয়সী শিশু মাটিলডাকে এক রেস্টুরেন্টে বসে দুধ খাওয়াচ্ছিলেন।

এ সময় এক ফটোগ্রাফার তার একটি ছবি তুলেন এবং ফেসবুকে পোস্ট করে দেন। ছবির নিচে ফটোগ্রাফার যে  মন্তব্য করেন তা ছিল রীতিমত অপমানজনক। তিনি লিখেছিলেন,‘ আপনার বাচ্চাটি ব্রেস্টফিডিং করে এটা ঘটা করে শহরবাসীকে দেখানোর প্রয়োজন নেই। অসহ্য!’

আর এ ঘটনায় ক্ষেপেছেন ব্রিটিশ মায়েরা। এরই প্রতিবাদে গোটা দেশ জুড়ে বিক্ষোভ প্রকাশ করেন তারা।

নিউক্যাসল শহরের ফুটপাতে বসে বাচ্চাদের দুধ খাওয়াচ্ছিলেন প্রায় ৫০ জন নারী। এদেরই একজন হলেন জেনেট মরফি। ক্ষোভ প্রকাশ করে ৩২ বছরের মরফি বলেন,‘সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে ব্রেস্টফিডিংয়ের জন্য নারীদের বিরুদ্ধে অপমানজনক প্রচারণা চালানো হয়েছে। আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, শিশুদের ব্রেস্টফিডিং করানো নারীদের একটি সহজাত এবং প্রাকৃতিক বিষয়। একজন মা যেখানে খুশি সেখানে বসে তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন এবং এটি তার সমাজ স্বীকৃত অধিকার।

তিনি আরো বলেন, ‘এ নিয়ে কেউ আমার সমালোচনা করলে আমি বলবো, আপনাদের এটি সহ্য করতে হবে। কারণ এটি কোনো যৌন ক্রিয়ার মত বিষয় নয়। আমি আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবো এতে অন্যের লজ্জা পাওয়ার কি আছে। ’

স্ট্যাফোর্ডশায়ারে ট্রেজার চেস্ট নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ব্রেস্টফিডিংয়ের পক্ষে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সংগঠনের চেয়ারম্যান ক্যাথারিন ওডম বলেন, ‘অনেক নতুন মা এ ঘটনায় বাচ্চাকে প্রকাশ্যে দুধ খাওয়াতে দ্বিধা করবেন।

আমরা আশা করবো মায়েরা যাতে তাদের অধিকারের ব্যাপারে সচেতন হয়। কারণ এটি তাদের আইন স্বীকৃত ন্যায্য অধিকার। ’

যে ফটোগ্রাফার ছবিটি তুলেছিলেন তার নাম এখনো জানা যায়নি। অবশ্য এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে সাইটটি।    



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.