আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ হত্যা চেষ্টার মামলায় মিনু কারাগারে

মঙ্গলবার বেলা ১টার দিকে রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মিনু।

শুনানি শেষে বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিন নাকচ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর আদালত থেকে মিনুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় বলে তার আইনজীবী মোজাম্মেল হক জানান।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, ২০১১ সালের ৪ জুন মিনুর নেতৃত্বে ভূবন মোহন পার্ক থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে। ওই মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয় এবং বোয়ালিয়া মডেল থানার তখনকার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার গুলিবিদ্ধ হন।

এছাড়া পুলিশের নায়েক খলিলুর রহমান, কনস্টেবল নুরুজ্জামান ও মাহবুবুর রহমান ওই হামলায় আহত হন। মিছিলকারীরা সাহেববাজার এলাকায় ভাংচুর চালায়।

এসব ঘটনায় বোয়ালিয়া থানায় সাড়ে তিনশ’ জনের বিরুদ্ধে মামলা করেন এসআই জাহাঙ্গীর আলম।

মামলাটির তদন্ত শেষে চলতি বছর ৪ ফেব্রুয়ারি মিনু ও মেয়র বুলবুলসহ ১৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.