আমাদের কথা খুঁজে নিন

   

'সরকারি ব্যাংকগুলোতে বেসরকারি অংশীদারিত্ব দেয়া হবে'

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকারের বর্তমান মেয়াদেই সরকারি ব্যাংকগুলোতে বেসরকারি অংশীদারিত্ব দেয়া হবে। তিনি বলেন, একই সঙ্গে শিগগিরই রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় একটি হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রূপালী ব্যাংকে বেসরকারি অংশীদারিত্ব রয়েছে। বাকি তিনটি ব্যাংকে শিগগিরই বেসরকারি অংশীদারিত্ব বাড়ানো হবে। এছাড়া শিগগিরই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা করা হবে বলে মন্ত্রী জানান।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাত। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.