আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট বিশ্বকাপ



ক্রিকেট বিশ্বকাপ নিয়ে চট্টগ্রাম নগরীতে যা চলছে তা এককথায় অসাধারন বিরক্তিকর ! পুর্নবাসন না করে সৌন্দর্য বর্ধনের নামে গরীব দুখীর ফুটপাতের দোকান গুলো সরিয়ে দেয়া, অযথা রাস্তার মধ্যেখানে মূর্তি নির্মান বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে ! পাশাপাশি খেলোয়াড়দের নিরাপত্তার জন্য যে অবস্থা করছে তাতে মনে হয় আমি বোধহয় পাকিস্থান অথবা আফগানিস্থানে আছি !

যাইহোক, নিরাপত্তারটা না হয় মেনেই নিলাম কিন্তু এই অল্প কয়েকদিনের জন্য টংয়ের দোকানদার, ফেরীওয়ালা, রাস্তারধারের ফটকা ব্যবসায়ী আমার গরীব, মিছকিন ভাইদের সরকারীভাবে একটু পুর্নবাসন করলে সরকারের আর কত টাকাই বা খরচ হতো ? কাকে কি বলব, আর বললেই বা কি হবে ? আসলে দোষটা সরকারের নয় দোষটা জনগনের ! তথাকথিত গনতন্ত্রের সজ্ঞায় উল্লেখ আছে, রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগন ! কেন ? কারন এই জনগনই ভোট দিয়ে রাজা ঠিক করে দেয়, যাতে রাজা হয়ে তারা প্রজাদের পেঠে লাতি মেরে নিজেদের আখের গুছাতে পারে !

মাঝে মাঝে চিন্তা করি কি হবে এসব লিখে ? মানুষতো এসব নিয়ে ভাবছেই না ! তবে কিছু কিছু ঘটনা আবার লিখতে অনুপ্রেরনা যোগায় ! যেমন, সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে পঠিয়া ও চন্দনাইশে যখন আমাদের প্রার্থী নির্বাচিত হলো (ভাইস-চেয়ারম্যান পদে) আমি ভীষনভাবে পুলকিত হয়েছি এবং চিন্তা করেছি, হ্যাঁ, মানুষ মনে হয় পরিবর্তন হচ্ছে ! আমার আকা আসসালাতু আসসালাম প্রতিষ্ঠিত এবং সাহাবায়ে কিরামের রেখে যাওয়া ইসলামী গনতন্ত্র বুঝতে শিখছে যে গনতন্ত্রের মূলমন্ত্র হলো একমাত্র মহান আল্লাহই সকল ক্ষমতার উৎস এবং রাজারা হলেন জনগনের সেবক তথা খাদেম মাত্র ! তবে বুঝতে পারছি আরো অপেক্ষা করতে হবে ! তাই অপেক্ষা করছি, কারন অপেক্ষার ফল বড়ই মিষ্টি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.