আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষে হার্ভার্ড, তালিকায় নেই ভারতের কোনো বিশ্ববিদ্যালয়

সম্প্রতি বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়ের উপর একটি র‌্যাংকিংস প্রকাশ করে টাইমস হাইয়ার এডুকেশন। টাইমস হাইয়ার এডুকেশন ওয়ার্ল্ড রেপুটেশন নামে এ র্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করা হয়। তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড ছাড়াও তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্রের এমআইটি ও স্টানফোর্ড। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি আছে ২ নম্বরে আর স্টানফোর্ড ৩ নম্বরে।

শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেরই রয়েছে ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়। তালিকায় ব্রিটেনের আছে ১০ টি বিশ্ববিদ্যালয়। শীর্ষ দশের মধ্যে আছে দেশটির অঙ্ফোর্ড ও ক্যামব্রিজ। তালিকায় ক্যামব্রিজ রয়েছে চতুর্থ স্থানে ও অঙ্ফোর্ড ৫ম স্থানে। এছাড়া শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির রয়েছে ৬টি বিশ্ববিদ্যালয়।

তথ্য-প্রযুক্তি শিক্ষায় দেশটির পরিচিতি ইতোমধ্যে বিশ্বব্যাপী। তালিকায় শীর্ষ ১০০ এর মধ্যে এশিয়ার দেশ ভারতের কোনো বিশ্ববিদ্যালয় জায়গা না পেলেও জাপানের রয়েছে ৫টি বিশ্ববিদ্যালয়। শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার রয়েছে ৫টি বিশ্ববিদ্যালয়। তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ও এশিয়ার সুপার পাওয়ার চীনের মাত্র দুটি বিশ্ববিদ্যালয় শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা পেয়েছে। এছাড়া রাশিয়া ও ব্রাজিলের একটি করে বিশ্ববিদ্যালয় শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে।

হাইয়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেখা যায়, ভারতের ৭০০ বিশ্ববিদ্যালয়ের কোনোটিই জায়গা করতে পারেনি শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের এ তালিকায়। তবে র্যাংকিংয়ে শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা পেয়েছে দেশটির একটি মাত্র বিশ্ববিদ্যালয়। এটি হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স [আইআইএস]। তালিকায় এর অবস্থান ঠিক দু'শর নিচে। প্রকৃতপক্ষে তালিকায় আইআইএসের অবনতি হয়েছে।

এটি আগের ১৩০ তম স্থান থেকে নেমে ঠিক দু'শর নিচে স্থান পেয়েছে।

বিশ্বের নামিদামি ও অভিজ্ঞ শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

এমনকি ভারতের জনপ্রিয় আইআইটি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের নামও তালিকায় প্রথম দু'শর নিচে অবস্থান করছে। ২০১৪ সালের বিশ্বের সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি রয়েছে ব্রিটেনের কয়েকটি বিশ্ববিদ্যালয়। এছাড়া এশিয়ার চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো দেশের বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।

ভারতের নিরিখে বম্বে, দিলি্ল, কানপুর আইআইটি শীর্ষে থাকলেও বিশ্ব তালিকার নিরিখে এই প্রতিষ্ঠানগুলো সেরার তালিকায় জায়গা নেই। এর ফলে বিশ্বব্যাপী শিক্ষাবিদদের কাছে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা কমবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ২০১২ সালে বিদেশি শিক্ষার্থীদের গতিশীলতা বিষয়ে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের করা এক প্রতিবেদনে দেখা যায়, ২০১২ সালে ভারতে মাত্র ২৭,০০০ বিদেশি শিক্ষার্থী তাদের উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিল। এ সংখ্যা একই সময়ে চীনের ক্ষেত্রে ছিল ৩ লাখ ২৭ হাজার আর জাপানে তা ছিল ১ লাখ ৩৭ হাজার। অর্থাৎ বিদেশি শিক্ষার্থী টানার ক্ষেত্রে এশিয়ায় স্পষ্টভাবেই এগিয়ে আছে চীন।

এমনটি চীনের এ সংখ্যা বিশ্বের অন্যান্য উন্নত দেশের চেয়ে কম নয়। - ক্যাম্পাস ডেস্ক

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।